img

Follow us on

Tuesday, May 21, 2024

Murder: অভিযুক্ত তৃণমূল,নদিয়ায় কেন খুন বিজেপি নেতা? 

অভিযুক্ত তৃণমূল,নদিয়ায় কেন খুন বিজেপি নেতা? 

  2023-05-24 23:51:40

পঞ্চায়েত নির্বাচন এখনও ঘোষণা হয়নি। নদিয়ায় শুরু হয়ে গেল বিরোধী নেতা কর্মীদের ওপর হামলা, খুন।

হাত পা ভাঙ্গা অবস্থায় বিজেপি সহ-সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই খুন করেছে! দাবি পরিবারের। ঘটনাটি নদীয়ার হাঁসখালি থানার অন্তর্গত পিপুল বেরিয়া এলাকার।

মৃতের নাম নকুল হালদার বয়স ৬০ এলাকায় পরিচিত ঐ বুথের বিজেপির সহ সভাপতি হিসেবে। পেশায় চাষী। গত রাতে ঝড়ের সময় নিজের বেগুন ক্ষেতের দিকে গেছিলেন নকুল হালদার। দীর্ঘ সময় ঘরে না ফেরায় শুরু হয় খোঁজ খবর। হঠাতই খবর আসে,কিছু দূরে আমবাগানে গলায় দড়ি দিয়ে ঝুলছে তাঁর মৃতদেহ। খবর যায় পুলিশে। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।
নকুল হালদারের ছেলের অভিযোগ, তাঁর বাবাকে খুন করে আমবাগানে ঝুলিয়ে দিয়ে গেছে তৃণমূলের দুষ্কৃতিরা। তিনি গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। 
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, নকুলবাবু এলাকায় প্রথম সারির বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। সামনে পঞ্চায়েত নির্বাচন বলেই কি তাঁকে সরিয়ে দেওয়া হল?
বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর দাবি, হাত পা ভাঙা অবস্থায় একজন কি করে এত নীচু ডালে গলায় ফাঁস লাগাবে?

যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বেই খুন নকুল হালদার।    
   

 

Tags:

bjp

Madhyom

tmc

bangla news

Bengali news

Nadia

Murder

BJP LEADER

killed

accused

bjp leader killed

accused tmc

murder bjp

bjp murdered

bjp leader murdered

nadia murder

nadia bjp murdered

murder accused

bjp accused tmc

victim family accused tmc

bjp leader killed in nadia

bjp worker killed in bengal

murder in nadia

bjp leader murdered in nadia

tmc accused of killing

nadia bjp leader

nadia bjp leader murder

west bengal bjp woker killed

nadia murder news


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর