img

Follow us on

Sunday, May 05, 2024

Malda: দুয়ারে সরকারের নামে বাস্তবে কী হচ্ছে?

দুয়ারে সরকারের নামে বাস্তবে কী হচ্ছে?

  2023-04-18 20:08:14


পঞ্চায়েত ভোটের আগে দুয়ারে সরকারকে হাতের তাস করতে চাইছে শাসক। কিন্তু সেই কাজই ঠিকঠাক হচ্ছে না বলে নানা জায়গা থেকে অভিযোগ আসছে। মালদায় স্বাস্থ্যসাথী কার্ডের জন্য বিক্ষোভে উত্তেজনা ছড়াল বামনগোলায়। ১৬ তারিখ থেকে সেখানে স্বাস্থ্যসাথীর কাজ শুরু হয়। কিন্তু কয়েকটা কাজ করার পরে বামনগোলা ব্লকের আধিকারিকরা জানিয়ে দেন, মঙ্গল ও বুধবার স্বাস্থ্যসাথীর কার্ড করা হবে। সেই অনুযায়ী বামনগোলা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা সকাল দশটা থেকে পাকুয়াহাট কলেজ অডিটোরিয়ামে এসে উপস্থিত হয়। কিন্তু তাদের অপেক্ষাই সার হয়। কোনও কর্মীরই দেখা মেলেনি। এরপর জানানো হয়, আজ কোনও কাজ হবে না। এই ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁরা মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। 

প্রায় ঘন্টাখানেক অবরোধ চলে। খবর পেয়ে বামনগোলা থানার পুলিশ ও বামনগোলা ব্লকের জয়েন্ট ভিডিও  ঘটনাস্থলে আসেন । নিজেদের ভুল বুঝতে পেরে প্রশাসনের আধিকারিকরা জানান, আগামী দিনে নিজ নিজ এলাকায় হবে স্বাস্থ্য সাথী কার্ড । কবে কোন জায়গায় হবে তা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই আশ্বাস পাওয়ার পরেই অবরোধ উঠে যায়। তবে প্রশাসনের এই ভূমিকাই প্রশ্ন তুলে দিচ্ছে দুয়ারে সরকারের সার্থকতা নিয়ে। দুয়ারে সরকার মানে তো ঘরের কাছেই কাজ। তাহলে তা কেন্দ্রীয় ভাবে হচ্ছিল কেন? প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর ঘোষণা আর তার প্রয়োগ নিয়েই।

Tags:

 

West Bengal news

Malda

Malda news

Bengali news

Duare Sarkar

Maldah

duare sarkar camp

malda news today

malda latest news

malda today news

bamangola

bamongola news

duare sarkar malda

swasthya sathi card

swasthosathi card

 swasthosathi card news


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর