img

Follow us on

Monday, May 20, 2024

NADDA ON CENTRAL FUND: "হেরাফেরি"র সরকার চলছে, কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তোপ নাড্ডার

বিজেপি কর্মীসভায় সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ( নিজস্ব ছবি)

  2022-06-09 13:35:53

রাজ্যে হেরাফেরির সরকার চলছে। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মমতার সরকারকে তোপ জেপি নাড্ডার। তিনি কেন্দ্রীয় যাবতীয় কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করে নিজের বলে চালাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দিল্লির প্রকল্পের টাকায় নিজের সরকারের ঢাক পেটাচ্ছে রাজ্যের সরকার। দলের কর্মসমিতির বৈঠকে রাজ্যের নেতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন মোদি সরকারের প্রকল্পের সাফল্যের পরিসংখ্যান নিয়ে প্রচার করুন।

তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এখন সর্বত্র বলে বেড়াচ্ছেন ১০০ দিনের কাজ বা মনরেগার টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। নাড্ডার প্রশ্ন, রাজ্য সরকার হিসাব না দিলে মনরেগার কাজের টাকা কি করে দেবে দিল্লির অর্থ দফতর? তার অভিযোগ গত তিন বছর ধরে রাজ্য সরকার মনরেগার কোন হিসেব জমা দেয়নি কেন্দ্রীয় সরকারকে। মনরেগার অফিসাররাও একাধিক ক্ষেত্রে অসঙ্গতি পেয়েছেন। তার অঙ্কও বিপুল

নাড্ডা বলেন একদিকে, ১০০ দিনের কাজ বা মনরেগার হিসেব না দেওয়া অন্যদিকে আগের ২০১৯-এর আগের হিসেবে বিস্তর গরমিল আর অসঙ্গতি ধরা পড়েছে। ওপর থেকে নীচ, তৃণমুলের নেতা মন্ত্রীরা গরীবের কাজের পরিশ্রমের টাকা লুঠ করে প্রাসাদ বানাচ্ছে। নিজেরা বড় লোক হচ্ছে। বিজেপি সভাপতির প্রশ্ন, এই পরিবর্তন কি রাজ্যের মানুষ চেয়েছিলেন?  

Tags:

bjp

Suvendu Adhikari

Mamata govt

Dilip Ghosh

Sukanta Majumdar

West Bengal BJP

JP Nadda

BJP President JP Nadda

Nadda in Bengal

JP Nadda Bengal visit

‌BJP in Bengal

bjp


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর