img

Follow us on

Monday, May 20, 2024

Hooghly: হুগলিতে বিজেপির অভিযান ঘিরে উত্তেজনা, নিরাপত্তার বজ্র আঁটুনি

bjp_rally

  2022-06-17 20:56:04

রাস্তা তো নয়, যেন দুর্ভেদ্য দুর্গ। একের পর এক বাঁশ দিয়ে গড়া হয়েছে ব্যারিকেড। সামনে সশস্ত্র পুলিশ। হুগলিতে বিজেপির অভিযানকে ঘিরে এমনই ছবি দেখা গেল পিপুলপাতি মোড়ের সামনে। সাত দফা দাবি নিয়ে বিজেপি পার্টি অফিস থেকে এই অভিযান শুরু হয়। নেতৃত্বে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পিপুলপাতি মোড়ের আগে মিছিল আটকে দেয় পুলিশ। রাস্তায় বসে পড়েই প্রতিবাদে সোচ্চার হয় বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ, এলাকার উন্নয়নে সাংসদ কোটার টাকা খরচ করতে দেওয়া হচ্ছে না। রীতিমতো পরিসংখ্যান দিয়ে তাঁরা জানান,১৫২টি প্রকল্পের জন্য অর্থ দিয়েছেন সাংসদ। এমন কোনও বিধানসভা নেই যেখানে কাজ পৌঁছয়নি। কিন্তু রাজনৈতিক কারণে সরকারি আধিকারিকরা তা আটকে দিচ্ছেন। রবিবারই এব্যাপারে সোচ্চার হন লকেট চট্টোপাধ্যায়। কোটি কোটি টাকার সামাজিক প্রকল্প আটকে দেওয়া হচ্ছে। অথচ নজর নেই প্রশাসনের। প্রতিবাদ করতে গেলেই বাধা দিচ্ছে পুলিশ। এর বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে সরব হতে হবে বলে মত সুকান্ত মজুমদারের। এই পরিস্থিতিতে ৮ জুন হুগলি আসছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। দু দিনের সফরে ৭ জুন রাজ্যে আসছেন তিনি। রাজ্য নেতাদের সঙ্গে একান্তে বৈঠক করবেন তিনি।

Tags:

bjp

JP Nadda

Bharatiya Janata Party

Hooghly BJP

MP Lad

BJP Deputation

Locket Chattopadhyay

Sukanta Mahumder

BJP MP Locket Chattopadhyay

BJP President


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর