img

Follow us on

Monday, May 20, 2024

Birbhum Harmony: হিন্দু ছেলের মুসলমানি 'ভিক্ষা মা'

হিন্দু ছেলের মুসলমানি 'ভিক্ষা মা' (নিজস্ব ছবি)

  2022-06-08 00:17:40

অর্ণব দ্বিজ হলেন। সনাতন হিন্দু ধর্মের রীতি অনুযায়ী, উপনয়নে হলে দ্বিতীয় জন্ম হয় ব্রাহ্মণ সন্তানের। রামপুরহাটের অর্ণবেরও পৈতে হল সম্প্রতি। উপনয়ন অনুষ্ঠানের আবার খবর কি? অথচ এমনই মধুর সম্পর্কের বার্তা দিলেন অর্ণবের বাবা অভিজিত, গোটা অনুষ্ঠানটাই "খবর" হয়ে গেল। সম্প্রীতির সংবাদ। সামাজিক বার্তা। রামপুরহাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিজিৎ মজুমদারের ছেলে অর্ণব মজুমদারের ভিক্ষে মা বাবা হিসেবে বেছে নিলেন এক মুসলিম দম্পতিকে। জীবনের সঙ্কটময় মূহুর্তে পাশে পেয়েছিলেন আবদুল রাকিব ও তার স্ত্রী অহেদা রহমানকে। তারাই বন্ধু বেরাদর আত্মার আত্মীয়। জন্ম হোক যেথা সেথা কর্ম হোক সেরা। এই মন্ত্রেই দীক্ষিত অভিজিত আর রাকিব। দুই বন্ধু। তাই অনায়াসে হিন্দু সন্তানের উপনয়নে তার ভিক্ষা মা হন অহেদা রহমান। ভিক্ষা পিতা হন আবদুল রাকিব। এখানেই শেষ নয়। উপনয়নের আনুষ্ঠানিকতার বাইরেও আরও এক ঘটনা ঘটিয়ে ফেলেছেন অভিজিত আর আবদুল। রামপুরহাট স্ট্রেশনে। তেরো বছরের অর্ণবের মত একঝাঁক গরীব দরিদ্র বন্ধুদের হাতে তুলে দিয়েছেন রাতের খাবার। গল্পটা এখানেই শেষ হয়। কিন্তু এই চরিত্ররা থেকে যাবেন আরও বহুদিন। সংখ্যায় বাড়বে আর সম্পর্কটা চলতে থাকবে।

Tags:

Birbhum

Rampurhat

Hindu Rituals

initiation ceremony

Muslim mother

Harmony

Relatives of the soul

Hindu-Muslim Harmony


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর