img

Follow us on

Friday, May 03, 2024

Balurghat: পঞ্চায়েতের আগেই ভোট বয়কট কেন বালুরঘাটে?

পঞ্চায়েতের আগেই ভোট বয়কট কেন বালুরঘাটে?

  2023-02-28 20:22:32

গ্রামের দুই কিলোমিটার দূরেই থেমে গেছে মোরামের রাস্তা। পায়ে হাঁটা মাটির রাস্তাটা চলতে চলতেই তৈরি হয়ে গেছে কবে কে জানে! বাকিটা এর জমির আল। ওর বাড়ির দাওয়া দিয়েই যাতায়াত। রাস্তা নেই। গত পঞ্চায়েত নির্বাচনের সময় শাসক দল বলেছিল রাস্তা করে দেবে। রাস্তা হয়নি। তারপর ভোট এসেছে। ভোট গেছে। রাস্তা আর হয়নি। বহুবার পঞ্চায়েতকে জানিয়েও কাজের কাজ হয়নি। তাই এবার ভোট বয়কট
 
রাস্তা নেই, ভোট নেই
 
এই ছবি বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রামপঞ্চায়েতের মজাতপুর গ্রামের। গ্রামবাসীদের অভিযোগ, চিঙিশপুর থেকে সানাপাড়া যাওয়ার রাস্তা নেই। মজাতপুর গ্রামে ঢোকার প্রায় দেড় কিলোমিটার রাস্তা একেবারেই মাটির। এছাড়াও, ব্লকের পাকা রাস্তা থেকে গ্রামের ঢোকার মাটির রাস্তার মাঝের মোরাম পথটাও দুই কিলোমিটার দূরে এসেই থেমে গেছে। তাই জমির আলপথই ভরসা মজাতপুরের। সেই রাস্তা দিয়েই শীত গ্রীষ্ম বর্ষা যাতায়াত। বর্ষায় রাস্তা ডুবে যায় কাদার তলায়। অসুস্থ রোগীদের কাঁধে তুলে নিয়ে যেতে হয় চিকিৎসা কেন্দ্রে। কারণ কোন গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢোকে না গ্রামে। তাই পোস্টার পড়েছে আলে আলে।
 
রাস্তা নেই, ভোট নেই

মূলত আদিবাসী পরিবারের বাস ঐ গ্রামে। সেই কারণেই কি অবহেলা? জানেন না গ্রামবাসীরা। শুধু এইটুকু জানেন। বারবার পঞ্চায়েতে দরবার করেও কাজের কাজ কিছু হয়নি। এখন গ্রামের আলে পোস্টার, বাঁশবাগানের ধারে পোস্টার দেখে টনক নড়েছে প্রশাসনের।

রাজ্য সরকার গত ২০২১-২০২২ অর্থবর্ষের বাজেটে পথশ্রী প্রকল্প চালু করেছিল। প্রকল্প চূড়ান্ত ভাবে ব্যর্থতার মুখ দেখে। সরকারের পরিকল্পনার অভাব আর শাসক দল তৃণমূলের দুর্নীতির কারণে। ২০২৩-২৪ অর্থবর্ষে রাস্তাশ্রী প্রকল্প ঘোষণা করেছে। বরাদ্দ 3000 হাজার কোটি। একবছরে তৈরি হবে ১১হাজার ৫০০ কিলোমিটার রাস্তা। প্রতি কিলোমিটারে বরাদ্দ ২৬ লক্ষ টাকা পঞ্চায়েতের আগে তড়িঘড়ি কাজশুরুর নির্দেশও দেওয়া হয়েছে। দেখা যাক, ভোট বয়কটের ভয়ে, নড়ে-চড়ে বসে কিনা সরকার। রাস্তা পায় কিনা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েত। 

Tags:

Madhyom

bangla news

Bengali news

Balurghat

boycott

Panchayat Election

voters

balurghat news

balurghat update

balurghat vote boycott

balurghat vote boycott update

vote boycott balurghat

balurghat block vote boycott

  vote

boycott vote

voters boycott

election boycott

vote boycott

vote boycotting

no road no vote

boycott before Panchayat Election

boycott panchayat election

panchayat vote boycott

call for vote boycott

vote boycott call


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর