img

Follow us on

Thursday, May 16, 2024

Avishek Banerjee: তৃণমূলের 'অ্যাংরি ইয়ং ম্যান', পঞ্চায়েতের আগে নয়া স্ক্রিপ্ট?

WhatsApp_Image_2022-12-19_at_2050.15

  2022-12-19 21:02:38

যৌবরাজ্যে অভিষেক আগেই হয়েছিল। এবার ইমেজ তৈরির রাজনীতি। কেমন ইমেজ? ঠিক যে ইমেজ একসময় তৈরি করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সততার প্রতীক। লুঠের শাসনের এগারো বছর পর যখন মমতার সরকারের ওপর মানুষের আবেগ ভরসা বিশ্বাস কমতে শুরু করেছে। বেপরোয়া লুঠে যখন বেসামাল সরকার। তেমনই নড়বড়ে তৃণমূলের ভিতরের পাটিগণিত। ঠিক তখন আরেকটা ইমেজ তৈরি করা হচ্ছে।  

তিনি যাচ্ছেন। যেমন ভাবে যুবরাজরা যান। চারদিকের সুরক্ষার বেড়াজাল। ঘিরে থাকা সুরক্ষা রক্ষী দড়ি দিয়ে আটকে রাখা জনগণ। যাদের জন্য নাকি ওনার প্রাণ কাঁদে। মঞ্চে দাঁড়িয়ে ডানহাতে এর মাথা কাটেন তো বাঁ-হাতে অন্য মাথা জোড়েন। তিনি বলেন মঞ্চ থেকে ছুঁড়ে দেন বার্তা। 

গত শনিবার নদিয়া গিয়েছিলেন অভিষেক। একেবারে সাজানো স্ক্রিপ্ট। সমাবেশের আগে কোন একটা জায়গায় নেমে যাওয়া গাড়ি থেকে। যে জায়গা আগে থেকেই ঠিক করে রাখা। নইলে কি করে সেখানে স্বেচ্ছাসেবক সহ দড়ি হাজির। যা দিয়ে আটকে রাখা হল গ্রামের হতদরিদ্র মানুষগুলোকে। জেড ক্যাটাগরির সুরক্ষা সহ তিনি এলেন হেঁটে গেলেন। চলতি পথে কথা শুনলেন। এবং মঞ্চে উঠে জানালেন জনগণ নেতার মাঝের দেওয়াল ভেঙে গেছে।  

এর আগেও এমনই সাজানো স্ক্রিপ্টে অভিনয় করেছেন তিনি। সেদিন আবার রাজ্যের বিরোধী নেতার বাড়ি থেকে ৪০০মিটার দূরের মাঠে সভা করেছিলেন তিনি। রাগী মুখে চোখ বিরক্তি শব্দে হুংকার এনে মঞ্চ থেকেই জানিয়েছিলেন,পঞ্চায়েতের প্রধান তাঁর টেবিলে পদত্যাগ পত্র জমা দেবেন। 
 
অভিষেকের এই মন্তব্য ঘিরে সেদিন কিছু জল ঘোলা হলেও। পঞ্চায়েতের তৃণমূল নেতারা সাংসদ তৃণমূল নেতার দাবি মেনে পদত্যাগও করেছেন। না করে উপায় কিমুখ্যমন্ত্রীর ভাইপো বলে কথা।
  
মজার ব্যাপার হল, কোন পঞ্চায়েত প্রধানকএই দল থেকে তাড়ানো হয়নি। সবাই ঐ পঞ্চায়েতের সদস্য রয়ে গেছেন এসেছে নতুন মুখ। যিনি প্রধান হলেন। 
 
সেই পুরানো স্ক্রিপ্ট। ইমেজ তৈরির। চোরেরা থেকে যায়। দল থেকে তাড়ানো হয় না। অন্য চোর মাথা হয় পঞ্চায়েতের। পঞ্চায়েত ভোটের আগে, এই আই-ওয়াশ সামনে রেখে আবার মানুষকে ভুল বোঝানোর খেলায় নেমেছে তৃণমূল। ঠিক যেমন করে মমতা-তৃণমূল বনাম অভিষেক-তৃণমূল স্ক্রিপ্ট রচনা করা হচ্ছে। দেখানো হচ্ছে মাদার তৃণমূল যুবা তৃণমূল। বোঝানো হচ্ছে পিসি ভাইপো বচসা। সাজানো হচ্ছে পঞ্চায়েত সিরিয়ালের স্ক্রিপ্ট। তৃণমূলের হারানো জন সমর্থন বাক্সে ফেরাতে এইটুকু নাটক মেনে নিচ্ছেন ব্যানার্জি পরিবার। মেনে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতাও। 

যিনি এখন কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধে জেরবার। আর ভাইপো তৃণমূলের ঘাড়ে রাজ্যের বন্দুক। নির্বাচনের দিন ঘোষণা হলেই ফের মুখ্যমন্ত্রী বলবেন, চোরেদের কথা ভুলে যান। সব জায়গায় তিনিই নাকি প্রার্থী। ঠিক এই কথা বলেই নির্বাচিত হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যরা। যারা শিক্ষা ক্ষেত্রে গত ১২ বছর ধরে চালাচ্ছিল লুঠ। নির্বাচিত হয়েছিল পরেশ অধিকারী বীরভূমের বীরেরা। আসলে লুঠের টাকা যাচ্ছে ঐ এক জায়গায়তেই। তাই সস্তার সিরিয়াল রচনা। সার্ফ এক্সেলের বিজ্ঞাপনের মত, হর দাগ দ্গো ডালে। 

Tags:

Mamata Banerjee

Madhyom

tmc

Abhishek Banerjee wife

bangla news

Bengali news

Abhishek Banerjee

TMC MP Abhishek Banerjee

tmc leader

TMC MP

Avishek Banerjee

abhishek banerjee news

abhishek banerjee latest news

abhishek banerjee today

abhishek banerjee tmc

abhishek banerjee interview

abhishek banerjee speech

Panchayat Election

abhishek banerjee news update

abhishek banerjee news latest

abhishek banerjee rally

abhishek banerjee news today

angry young man

angry young man image

image building script

new script

news script for panchayat election

new image of avishek banerjee

building new image

new image before panchayat election

new image


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর