img

Follow us on

Monday, May 20, 2024

Arambag Bad Road: সংস্কার নেই ১১ বছর, বেহাল রাস্তা, বিক্ষোভ, পথ অবরোধ

WhatsApp_Image_2022-05-28_at_737.04_PM_(1)

  2022-05-28 21:43:06


দাবি সামান্যই। তবে দীর্ঘদিনের। একটা পাকা রাস্তা চাই।

গৌরহাটি দুই আর সালেপুর দুই। দু'দুটো গ্রাম পঞ্চায়েতের মাঝখান দিয়ে গেছে রাস্তাটা। একদিকে আরামবাগের গৌরহাটি সিনেমা তলা অন্যদিকে ডঙ্গল আলুপট্টি। মাঝে প্রায় ৬/৭ কিলোমিটারের তফাত। 

দুই গ্রাম পঞ্চায়েত এলাকার ১২/১৩টা গ্রামে যতবার দুয়ারে সরকারের, রাজকীয় অনুষ্ঠান হয়েছে, ততবারই রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন দুই পঞ্চায়েতের বাসিন্দারা

দ্রুত মেদিনীপুরে যাওয়ার এটাই রাস্তা। দুটো বাজার স্কুল সবজি মান্ডি। এখানকার সবজি শস্য এই রাস্তা দিয়েই নিত্য যাতায়াত করে। পাইকার বাজারিরা ছাড়া নিত্য ২৫ থেকে ৩০ হাজার মানুষের যাতায়াত।

আন্দোলনের কোন রঙ নেই। কোন পতাকাও নেই। তাই বলে, দাবি কম জোরালো এমন ভাবলে ভুল করবেন। এরাই কৃষিপ্রধান অঞ্চলটার জীবনী শক্তি।

Tags:

Bad Road Agitation

Road Closed

road blockade

hamper business

Broken Road

Arambag

Hooghly ZP

Duare Sarkar


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর