img

Follow us on

Saturday, May 04, 2024

Weather Update: শীতের বিদায় বেলায় ফের পতন তাপমাত্রায়, জানুন আবহাওয়া আপডেট

আবহাওয়া দফতর থেকে আগেই জানানো হয়েছিল, যে এই মরশুমের শেষ শীতের হতে পারে বুধবার।

img

আবহাওয়া আপডেট

  2023-02-15 10:06:11

মাধ্যম নিউজ ডেস্ক: ফের পারদ পতন (Weather Update)। মৌসমভবনের পূর্বাভাস অনুযায়ী, আজই হতে চলেছে এই বছরের শীতের শেষ দিন। এরপর থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। আর শেষ দিন শেষ কামড় বসাল শীত। আগামিকাল থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করবে সর্বনিম্ন তাপমাত্রা। বাড়বে দিন ও রাতের তাপমাত্রা।   

আগামি চার থেকে পাঁচদিনের মধ্যেই তাপমাত্রা ৫ ডিগ্রি (Weather Update) পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শীতের আমেজও চলে যাবে। মোটের উপর বুধবারই এই মরশুমে শেষবারের মতো শীতের অনুভূতি মিলবে।

কী জানাচ্ছে মৌসমভবন? 
  
আবহাওয়া দফতর (Weather Update) থেকে আগেই জানানো হয়েছিল, যে এই মরশুমের শেষ শীতের হতে পারে বুধবার। এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি-প্রকৃতি তাতে সম্ভবত সেই পূর্বাভাসই সত্যি হতে চলেছে। বৃহস্পতিবার থেকে রাত ও দিন উভয়ের তাপমাত্রার পারদই ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে পারদ পতনের সম্ভাবনা আর নেই।

আরও পড়ুন: বিদেশি মুদ্রার অনিয়মিত ট্রান্সফারের অভিযোগ! রাতভর বিবিসির অফিসে আয়কর দফতরের তল্লাশি  

এক ধাক্কায় তাপমাত্রা বাড়তে পারে ৫ ডিগ্রি (Weather Update) পর্যন্ত। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন কুয়াশার দাপট থাকবে। মোটের উপর উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার দেখা মিলবে। তবে দার্জিলিং, কালিম্পঙে কুয়াশার দাপট থাকবে বেশি। 

এই বছর শীত শুরু থেকেই খামখেয়ালি (Weather Update)। তাপমাত্রা অনেকটা নেমে যাওয়ার পরই উঠেছে তরতরিয়ে। অর্থাৎ কখনওই একটানা এক সপ্তাহ কনকনে শীত ছিল না। জানুয়ারির শেষেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়। তারপর আবার ফেব্রুয়ারিতে শীত ফেরে। মনে করা হচ্ছে আরও কয়েকটা দিন ঠান্ডা অনুভূত হলেও, লম্বা হবে না এই ইনিংস।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ (Weather Update) সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা কাশ্মীর, লাদাখ, মুজাফফরবাদ এলাকায় । তাপমাত্রার ফের পরিবর্তন হবে । পূর্ব ভারতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে বুধবার পর্যন্ত।  বৃহস্পতিবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে । পরবর্তী দু-তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের । মধ্য ভারতে তাপমাত্রা কমবে।  মঙ্গলবার পর্যন্ত ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 
 

Tags:

Weather Update

Weather Forecast


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর