img

Follow us on

Monday, May 20, 2024

Vande Bharat: সময়ের আগেই পৌঁছল গন্তব্যে, ট্রায়াল রানেই সুপারহিট বন্দে ভারত এক্সপ্রেস

ট্রেনটি রাখা হয়েছিল লিলুয়ার সর্টিং ইয়ার্ডে।

img

বন্দে ভারত এক্সপ্রেস

  2022-12-26 17:48:30

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য পেতে চলেছে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। সোমবার হয়ে গেল তারই ট্রায়াল রান। দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই চলছে ৬টি বন্দে ভারত এক্সপ্রেস। সাত নম্বর ট্রেনটি পাবে পশ্চিমবঙ্গ। সোমবার ভোর ৫ টা ৫৫ মিনিটে হাওড়ার ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রায়াল রান শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি দুপুর ১টা ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছয়। শুধুমাত্র মালদহ টাউন স্টেশনে দাঁড়ায় ট্রেনটি। আগামী ৩০ ডিসেম্বর হাওড়া-নিউ জলপাইগুড়ির বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

এই ট্রেনে (Vande Bharat) হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে ঠিক কতটা সময় লাগবে? তা জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। তিনি বলেন, "মাত্র সাড়ে সাত ঘণ্টায় হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে। আপাতত সেই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। খানা থেকে মালদার মধ্যে ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস।" 
 
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আরও বলেন, "আগামীদিনে আরও কম সময় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। সেজন্য রেল ট্র্যাকের উন্নতি করা হচ্ছে। পরিবর্তন করা হচ্ছে ট্র্যাকের। পরিকাঠামো আরও উন্নত করছে রেল। যত তাড়াতাড়ি সম্ভব, তত আরও কম সময় বন্দে ভারত (Vande Bharat) চালানোর চেষ্টা করা হচ্ছে। তবে কোনওরকম ঝুঁকি নেওয়া হবে না। যাত্রীদের সুরক্ষার উপর সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে।"

আরও পড়ুন: কেন্দ্রের বরাদ্দের বছর পার, এখনও শেষ হল না রাজ্যের করোনা প্রস্তুতি

রবিবারই হাওড়ায় আসে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। রাজ্যে এই ট্রেন প্রথম। ট্রেনটি রাখা হয়েছিল লিলুয়ার সর্টিং ইয়ার্ডে। সোমবার সকালে হাওড়া স্টেশন থেকে শুরু হয় ট্রেনটির ট্রায়াল রান। নীল-সাদা রঙের এই অত্যাধুনিক দ্রুত গতির ট্রেনটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাতায়াত করবে সপ্তাহে ৬ দিন।

এই ট্রায়াল রানের একটি সূচি তৈরি করা হয়েছিল। যেখানে জানানো হয়েছিল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat) নেবে ৭ ঘন্টা ৩০ মিনিট। মূলত ৫৭০ কিলোমিটার এই দীর্ঘ পথ অতিক্রম হবে ৮ ঘণ্টারও কম সময়ে। দুপুর ১: ২৫ মিনিট নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস জলপাইগুড়িতে গিয়ে উপস্থিত হবে। আর তারপর ফের তিনটে পাঁচ মিনিটে জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে যাবে।

কী কী সুবিধা পাবেন এই ট্রেনের যাত্রীরা?

জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat) যাত্রীরা পাবেন একাধিক পরিষেবা। যেমন ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ পরিবেশন করা হবে ট্রেনে। রয়েছে চা-স্ন্যাক্সের ব্যবস্থা। এই এক্সপ্রেস ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত ১৬টি চেয়ার কার কোচ রয়েছে। এছাড়াও রয়েছে ইকোনোমি এবং এক্সিকিউটিভ ক্লাস। জানা গিয়েছে, এই এক্সিকিউটিভ ক্লাসের চেয়ারগুলি সম্পূর্ণ ১৮০° পর্যন্ত ঘুরতে পারে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Trial Run

Vande Bharat


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর