img

Follow us on

Monday, May 20, 2024

Dilip Ghosh: ‘‘৭ দিনে নার্স হলে সে কি আর জ্যান্ত রাখবে কাউকে’’! মমতাকে কটাক্ষ দিলীপের

Dilip Ghosh: বিদেশ থেকে ডাক্তারি পড়ে এলেও এখানে পরীক্ষা দিতে হয়, তোপ বিজেপি সাংসদের...

img

দিলীপ ঘোষ ও মমতা বন্দ্যোপাধ্যায় (ডানদিকে) - ছবি ফাইল

  2023-05-12 12:44:26

মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার নবান্ন সভাঘরের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দেন ৩ বছর পড়িয়ে ডিপ্লোমা ডাক্তার তৈরি করা হোক। সিনিয়র নার্সদের সেমি-ডাক্তার হিসেবে উন্নীত করা হোক। পাশাপাশি, তাঁর আরও পরামর্শ, নবাগতদের পনেরো দিনের প্রশিক্ষণ দিয়েই নার্সের কাজে লাগিয়ে দেওয়া হোক। মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবকে তীব্র আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, ‘‘ওনার মন্তব্যে কিছু বলার নেই। ওনার মানসিক অবস্থা ঠিক নেই। তিনি (মুখ্যমন্ত্রী) বলছেন, সাত দিনে নাকি নার্স তৈরি করা যায়। এক দু’বছরে ডাক্তার তৈরি করা যায়।’’

আরও পড়ুন: এবার ডিপ্লোমা চিকিৎসক, ১৫ দিনেই নার্স! মুখ্যমন্ত্রীর প্রস্তাবের তীব্র সমালোচনা রাজ্যে

মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বিজেপি সাংসদ (Dilip Ghosh)

দিলীপ ঘোষের প্রশ্ন, তাই যদি হবে তাহলে লোকেরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইরে বিদেশে পড়তে যাচ্ছে কেন? তিনি বলেন, ‘‘বিদেশ থেকে ডাক্তারি পড়ে এলেও এখানে পরীক্ষা দিতে হয়। উনি তো নিজের ইচ্ছেমতো করতে পারেন না। চাইলেই তো এভাবে ডাক্তার বানিয়ে দিতে পারেন না।’’ এরপরই বিজেপি সাংসদের খোঁচা, ‘‘উনি তো বলেছিলেন সাতদিনে নার্স বানিয়ে দেবেন। সাত দিনে নার্স হয় কি? তাহলে সে কি আর জ্যান্ত রাখবে কাউকে?’’ এর সঙ্গেই দিলীপের (Dilip Ghosh) সংযোজন, ‘‘বিদেশ থেকে হাজার হাজার মেডিক্যাল পড়ুয়া ফিরে এসেছিল যখন, মুখ্যমন্ত্রী বলেছিলেন, এখানে ভর্তি করানো হবে।’’ বিজেপি সাংসদের কটাক্ষ, ‘‘আগে তাদেরকে কোথায় ভর্তি করেছেন, তারা কোথায় ডাক্তারি পড়ছে, সেই হিসাব দিন। কেবল মিথ্যা কথা বলে চালিয়ে যাচ্ছেন।’’

নবজোয়ার কর্মসূচিকে কটাক্ষ দিলীপের (Dilip Ghosh)

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে একহাত নেন দিলীপ (Dilip Ghosh)। তিনি বলেন, ‘‘এসব করে কোনও লাভ হবে না। মানুষ সবই দেখতে পাচ্ছেন কীভাবে নিজেদের ভোটে নিজেরাই ঝামেলা করছে। তৃণমূল নেতা কর্মীরা কেউ একে অপরকে দেখতে পারেনা।’’ তিনি আরও বলেন, ‘‘বিশৃঙ্খলা হবেই। মমতা গিয়েও সামলাতে পারেননি। কারণ দলটাই কারোর কন্ট্রোলে নেই। এমন জোয়ার আসছে, ব্যালট বাক্স ভেসে চলে যাচ্ছে। এই জোয়ার আমাদের পঞ্চায়েত ভোটেও দেখতে হবে। তার প্র্যাক্টিস ম্যাচ চলছে। পার্টির ঝগড়া পার্টির মধ্যে রাখুন। সমাজে বিশৃঙ্খলা করবেন না।’’

 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Mamata Banerjee

Madhyom

bjp vice president dilip ghosh

dilip ghosh criticize mamata banerjee

mamata nurses training

mamata diploma doctors


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর