img

Follow us on

Sunday, May 19, 2024

PM Svanidhi Scheme: মেয়াদ বাড়ল পিএম স্বনিধি প্রকল্পের, কবে পর্যন্ত মিলবে সুবিধা, জানেন?

লোন পেতে পারেন ৫০ হাজার টাকা পর্যন্ত...

img

প্রতীকী ছবি।

  2022-12-09 12:05:41

মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডরর্স আত্মনির্ভর নিধি প্রকল্পের (PM Svanidhi Scheme) মেয়াদ বাড়াল কেন্দ্র। মেয়াদ বেড়ে হল ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। শুধু তাই নয়, সরকার তৃতীয় লোন দেওয়াও চালু করল। লোন পেতে পারেন ৫০ হাজার টাকা পর্যন্ত। প্রথম দফায় মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত লোন। আর দ্বিতীয় দফায় পেতে পারেন ২০ হাজার টাকা পর্যন্ত। এজন্য গোটা দেশেই চালু হয়েছে স্বনিধি সে সমৃদ্ধি প্রকল্প।

আত্মনির্ভর নিধি...

করোনা (Covid-19) অতিমারি পরিস্থিতিতে হকারদের (Street Vendor) মুখ থুবড়ে পড়া ব্যবসা ফের চাঙা করতে ২০২০ সালের ১ জুন একটি নয়া প্রকল্পের কথা ঘোষণা করে কেন্দ্র। নাম দেওয়া হয় প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডরর্স আত্মনির্ভর নিধি। এই প্রকল্পের মাধ্যমে ধুঁকতে থাকা ব্যবসা টিকিয়ে রাখতে পারবেন স্ট্রিট ভেন্ডররা। ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ বাবদ নিতে পারবেন তাঁরা। ইতিমধ্যেই দেশজুড়ে বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে লক্ষ লক্ষ হকার এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন।

জানা গিয়েছে, চলতি বছর নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত এই সুবিধা পেয়েছেন ৩১.৭৩ লক্ষ স্ট্রিট ভেন্ডর। তাঁরা প্রত্যেকে ১০ হাজার করে টাকা পেয়েছেন। এঁদের মধ্যে আবার ৫.৮১ লক্ষ স্ট্রিট ভেন্ডর পেয়েছেন ২০ হাজার করে টাকা। ৬ হাজার ৯২৬ জন স্ট্রিট ভেন্ডর তৃতীয় লোনের সুবিধা পেয়েছেন। তাঁরা প্রত্যেকে পেয়েছেন ৫০ হাজার করে টাকা। ইউনিয়ন মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পিএম স্বনিধি প্রকল্পে ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ৪২ লক্ষ স্ট্রিট ভেন্ডরকে এই প্রকল্পে লোন দেওয়া হবে।

আরও পড়ুন: "কোভিড মৃত্যুর জন্যে দায়ী নয় সরকার", সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

প্রসঙ্গত, এই প্রকল্পের (PM Svanidhi Scheme) সব চেয়ে আকর্ষণীয় বিষয় হল, এই লোন নিতে গেলে কোনও সম্পত্তি বন্ধক রাখতে হয় না ঋণ-প্রাপককে। শুধু তাই নয়, এক বছরের মধ্যে মাত্র ৭ শতাংশ সুদে গৃহীত লোন শোধ করলেই ভেন্ডরদের জন্য রয়েছে ভর্তুকির সুবিধা। জানা গিয়েছে, প্রথম দফায় লোন মিলতে পারে ১০ হাজার টাকা পর্যন্ত। দ্বিতীয় দফায় মিলতে পারে ২০ হাজার টাকা পর্যন্ত। এই লোন শোধ হলে মিলতে পারে তৃতীয় দফার লোন। এতে মিলতে পারে ৫০ হাজার টাকা পর্যন্ত।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Covid-19

Bengali news

Street Vendor

PM Svanidhi Scheme


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর