img

Follow us on

Monday, May 20, 2024

Matua: আর ভোটব্যাঙ্ক নয়,মমতা থেকে মুখ ফেরাচ্ছেন মতুয়ারা? 

আর ভোটব্যাঙ্ক নয়,মমতা থেকে মুখ ফেরাচ্ছেন মতুয়ারা? 

  2023-02-06 00:23:09

নদিয়ার নবদ্বীপে যখন মতুয়া মহাসভার মঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা এই কথা বলছেন, ঠিক তখন, কলকাতার প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে মতুয়া মহাসংঘ জানিয়ে দিচ্ছেন,  মালদার গাজোলে গুরুচাঁদ সম্পর্কে মুখ্যমন্ত্রীর কদর্য উক্তির জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তাঁকে। নইলে আগামী ১৫ই ফেব্রুয়ারি নবান্ন অভিযান করবেন মতুয়া মহাসংঘ। রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে আসবেন মতুয়ারা। স্তব্ধ করে দেবেন কলকাতা-হাওড়া।

গাজোলে, ৩১ জানুয়ারি, সরকারি পরিষেবা দেওয়ার সভাকে কার্যত দলীয় প্রচারে নামিয়ে এনেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই গুরুচাদ সম্পর্কে কদর্য উক্তি করেন। এমনকি তার পারিষদ রাও তা সংশোধন করেননি। এমনকি মতুয়া প্রতিনিধি হিসেবে রঞ্জিত সরকার উপস্থিত থাকলেও তিনিও তার বিরোধিতা তো দূরের কথা। সংশোধন করারও সাহস দেখাননি।

এরপরই বিতর্ক চরমে ওঠে। রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে শুরু হয় বিক্ষোভ। হুগলী নদিয়া হাওড়ার মতুয়ারা নেমে পড়েন রাস্তায়। প্রতিবাদে। কিন্তু আশ্চর্য জনক ভাবে চুপ মুখ্যমন্ত্রী। ৫দিন কেটে গেলেও তিনি কোন কথা বলেননি। ক্ষমা চাওয়া তো দূরের কথা। ভুল স্বীকারও করেননি। এরপরই ক্রমশ উত্তাল হয়ে ওঠে বাংলার রাজনীতি। যে মতুয়াদের একসময় ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন মমতা, সেই মতুয়া এবার মুখ ফিরেছে, মমতা আর তৃণমূল থেকে। 

এরপর মুখ্যমন্ত্রী কোন সভা করেননি তা নয়। শান্তিনিকেতনে চা দোকানে চা বানিয়েছেন,বীরভূম বর্ধমানে প্রশাসনিক সভা করেছেন। কিন্তু মতুয়া নিয়ে চুপ। নিজের ভুল নিয়ে নীরব। এমনকি তৃণমূলের একদা সাংসদ, মমতাবালা ঠাকুরও চিঠি দিয়ে জানিয়েছেন ঠাকুরবাড়ির ক্ষোভের কথা। সংশোধনের সদিচ্ছা তো নেইই। বরং যা বলেছি ঠিক বলেছি মানসিকতা। যা করেছি যথেষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রীর এই আচরণই ঘৃতাহুতি করেছে মতুয়া সমাজে। অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা না চাইলে, আরও বড় বিক্ষোভের মুখে পড়তে চলেছে শাসক দল। যদিও গতকালের সাংবাদিক বৈঠকের পর, মতুয়া আন্দোলন ভাঙতে আপাতত বিভিন্ন মতুয়া গোষ্ঠীপতির কাছে ফিলার পাঠাচ্ছেন মমতা। নবান্ন অভিযান ঠেকাতে।

Tags:

bjp

Mamata Banerjee

CM Mamata

Madhyom

tmc

Mamata

Bengal news

bangla news

mamata banerjee govt

matua community

matua mahasangha

matua vote bank

  matua

matua news

matua news update

matua latest news

matua protest

matua maha sangha

mamata on matua

matua mamata

No more vote bank

vote bank

vote bank matua

turning away

turning away from mamata

vote bank politics

obc vote bank

bengal matua vote bank

vote bank politics bengal

matua vote bank in wb election

matua vote bank in bengal election


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর