img

Follow us on

Friday, May 03, 2024

Mangrove at Chandannagar: গঙ্গা ভাঙনের হাত থেকে বাঁচতে কী হচ্ছে চন্দননগরে? 

গঙ্গা ভাঙন থেকে বাঁচতে ম্যানগ্রোভ চন্দননগরে

  2022-09-09 21:46:06

না, এ ছবি চন্দননগরের নয়। এটা মুর্শিদাবাদের ভাঙনের চিত্র। গত কয়েকদিন ধরে সেখানে গঙ্গার গ্রাসে তলিয়ে যাচ্ছে একের পর এক জমি। ফাটল ধরছে মসজিদে। তিন চার দশক আগেও এখান থেকে বহুদূর দিয়ে বয়ে যেত গঙ্গা। কিন্তু সময়ের স্রোতে সে আরও কাছে এসে গেছে। আর তাই ষাটের দশকে তৈরি মসজিদেও এখন ফাটল ধরছে। তলিয়ে যাচ্ছে বড় বড় বাড়ি। 
আর এই ছবিই চিন্তা জাগাচ্ছে পরিবেশ বিদদের মনে। কোথাও কোথাও আতঙ্ক ছুঁয়ে যাচ্ছে কলকাতা ঘেঁষা জেলার গঙ্গা পাড়ের বাসিন্দাদের মনেও। গঙ্গার ধার জুড়ে যেভাবে ফ্ল্যাট গজিয়ে উঠেছে, অদূর ভবিষ্যতে সেখানে ফাটল ধরবে না তো?
এই ভাবনা থেকেই হুগলি নদীর ভাঙন ও দূষণ রোধে আসরে চন্দননগর কলেজ। পূর্বাশা ইকো হেল্পলাইন সোসাইটিকে নিয়ে তারা চন্দননগরের গঙ্গার পাড়ে রোপণ করল ম্যানগ্রোভ চারা। বসানো হল সুন্দরী,গেঁওয়া, কেওড়া, চাক কেওড়া,  বাইন জাতীয় ম্যানগ্রোভ চারা ।  দেখা গেছে,সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের প্রায় ৩৪ প্রজাতির গাছের মধ্যে কেওড়াগাছ সর্বাধিক কার্বন ডাই-অক্সাইড  ধরে রাখতে পারে  শিকড়,কাণ্ড,ডালপালা ও পাতায়। এই গাছ উপকূলীয় মাটির ক্ষয় রোধ করে।
বাইট - দেবাশিস সরকার, অধ্যক্ষ, চন্দননগর কলেজ
বাইট - উমাশঙ্কর মণ্ডল, পূর্বাশা ইকো হেল্পলাইন 
ভারতে এই প্রথম কোনও সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে হুগলি নদীর তীরে বসানো হল নোনাজলের ম্যানগ্রোভ জাতীয় গাছ। সুন্দরবনের গোসাবা থেকে আনা চারাগুলি জোয়ার আসার আগেই বসানো হয় নদীর পাড়ে। গাছগুলির যাতে সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ হয়, সেদিকে নজর রাখবে চন্দননগর কলেজেরই ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষাকর্মীরা। উদ্যোগ সফল হলে আগামী দিনে গঙ্গার গ্রাস থেকে বাঁচতে এই ম্যানগ্রোভ রোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। 
মাধ্যম ব্যুরো রিপোর্ট

Mangrove at Chandannagar: গঙ্গা ভাঙনের হাত থেকে বাঁচতে কী হচ্ছে চন্দননগরে? 
mangrove plantation at Chandan nagar: গঙ্গা ভাঙনের হাত থেকে বাঁচতে কী হচ্ছে চন্দননগরে?

Ganga vangon ঠেকাতে সুন্দরবনের mangrove plantation এবার চন্দননগর গঙ্গা পাড়ে

Tags:

Madhyom

bangla news

Bengali news

   

murshidabad ganga vangon

ganga erosion

murshidabad ganga vangan

ganges erosion

ganga vangon

chandannagar tree plantation

mangrove plantation

mangrove plantation to protect ganga vangon

mangrove at chandan nagar

mangrove at bank of hoogly river

mangrove plantation at bank of ganga

ganga erosion fear at hooghly

  mangrove plantation at chandan nagar


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর