img

Follow us on

Monday, May 20, 2024

Mamata meets Suvendu: হঠাৎ কেন মমতা শুভেন্দু সাক্ষাৎ?

শুভেন্দুকে নিজের ঘরে ডাকলেন মমতা

  2022-11-25 20:29:46

ডিসেম্বর মাস আসার আগেই কি ডিসেম্বর সিনড্রোম? এতদিন ভিতরে ভিতরে যে ভয়ের কাঁপনটা ধরছিল তৃণমূল নেত্রীর (Mamata Banerjee) মনে, তারই কি বহিঃপ্রকাশ ঘটল শুক্রবারের বিধানসভায়? এই প্রথমবার তিনি চা খেতে আমন্ত্রণ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। এমনকি বিধানসভায় (Assembly) বক্তব্য রাখার সময় তাঁকে স্নেহের ভাই বলেও উল্লেখ করলেন। রাজ্য রাজনীতিতে এই নিয়ে স্বাভাবিক ভাবেই ঝড় উঠেছে। সেই ২০২০ সালের ডিসেম্বরে তৃণমূল (TMC) ছেড়েছিলেন শুভেন্দু। তার বেশ কিছুদিন আগে থেকেই মমতার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। এরপর নন্দীগ্রামে হারের পর এতদিন ধরে লাগাতার শুভেন্দুকে হেনস্থা করে গেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু হঠাৎ আজ তাঁর ভোল বদল। শুভেন্দুকে একাই ডাকলেন নিজের ঘরে(mamata meets suvendu)। আমন্ত্রণে সাড়া দিলেও শুভেন্দু একা যাননি, তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, অশোক লাহিড়ি এবং মনোজ টিগ্গা। তিন-চার মিনিট মমতার ঘরে ছিলেন তাঁরা। পরে সাংবাদিকদের শুভেন্দু জানান, এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ। 

কিন্তু কেন হঠাৎ নিজের ঘরে শুভেন্দুকে এভাবে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী? রাজ্যজুড়ে এই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। পুজোর আগে থাকতেই রাজ্যে দুর্নীতির প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি নেতারা। রাজ্য বিজেপি সভাপতি প্রকাশ্যেই জানিয়েছিলেন, ডিসেম্বরেই পতন হতে পারে তৃণমূল সরকারের। তৃণমূলের স্নায়ুচাপ বাড়িয়ে শুভেন্দুও বলেছিলেন, বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে। এরমধ্যে শুক্রবারই কলকাতা হাইকোর্ট নজিরবিহীন পর্যবেক্ষণের কথা জানিয়েছে। শিক্ষায় কেলেঙ্কারি প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আমার সন্দেহ আছে যে, হয় গণতন্ত্র সঠিক হাতে নেই আর না হলে গণতন্ত্র বিকশিত হয়নি। এরপরই বিচারপতিকে বলতে শোনা যায়, বেআইনি নিয়োগ নিয়ে ক্যাবিনেটকেই শোকজ করতে পারেন। তৃণমূল কংগ্রেসের মান্যতা প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনকেও বলবেন বলে হুঁশিয়ারি দেন বিচারপতি। ফলে শিক্ষায় দুর্নীতি কাণ্ডে গোটা সরকার যে ডুবতে বসেছে তা ভালোই বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী। কয়লা-গরু পাচার কাণ্ডেও অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার তোড়জোড় চলছে। ফলে একে একে যে সব কেলেঙ্কারি ফাঁস হতে চলেছে,তা দিনের আলোর মতোই স্পষ্ট হচ্ছে। বিশেষজ্ঞদের মতে,ডোবার আগে কিছু একটা ধরে বাঁচতে চাইছেন মুখ্যমন্ত্রী। তাই কি যে বিরোধী দলনেতাকে এতদিন উপেক্ষা করে আসছিলেন, সেই বিরোধী দলনেতাকে স্বীকার করে নিতে বাধ্য হচ্ছেন মমতা? দফায় দফায় সরকারের যাবতীয় কেলেংকারি যেভাবে জনসমক্ষে নিয়ে আসছিলেন বিরোধী দলনেতা, তা জনমানসে গভীর প্রভাব ফেলেছে। সেজন্যই কি বিরোধিতার ধার কমাতে এতদিন গদ্দার বলা শুভেন্দু অধিকারীকে ভাই বলে ডাকতে চাইছেন! নন্দীগ্রামে হারের পর এই প্রথম বিরোধী দলনেতাকে চা খেতে ডাকায় সেই সব প্রশ্নই সামনে আসছে। 

Tags:

Mamata Banerjee

Suvendu Adhikari

CM Mamata Banerjee

mamata banerjee latest news

  suvendu Adhikari

mamta banerjee

bengal cm mamata banerjee

west bengal cm mamata banerjee

suvendu adhikari bjp

mamata banerjee today

Mamata meets Suvendu

mamata calls suvendu brother

  mamata banerjee news

mamata banerjee assembly

mamata banerjee vidansabha

suvendu vs mamata banerjee

suvendu mamata

mamata suvendu

december syndrom


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর