img

Follow us on

Tuesday, Apr 23, 2024

Draupadi Murmu: মুখ্যমন্ত্রীকে গণতন্ত্রের কোন পাঠ শেখালেন রাষ্ট্রপতি?

মুখ্যমন্ত্রীকে গণতন্ত্রের কোন পাঠ শেখালেন রাষ্ট্রপতি?

  2023-03-28 20:31:09

তিনি নাচলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নাগরিক সম্বর্ধনায় নাচলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আদিবাসী নাচের তালে পা মেলালেন বটে। কিন্তু পা মিলল না। তিনি তাকালেন। আশেপাশে। পায়ে পা মেলানোর। কখনও মিলল। কখনও মিলল না তবু তিনি নাচলেন। তাঁর আগে অবশ্য আদিবাসী কাপড় জড়ালেন গায়ে।
 
নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানালেন রাষ্ট্রপতি।
 
শহরে প্রথমবার রাষ্ট্রপতি। বিমান বন্দরে নিয়মমাফিক হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাস ভবনে গেলেন রাষ্ট্রপতি। সঙ্গে রাজ্য সরকারের প্রতিনিধি। সবটাই নিয়মমাফিক। সেখান থেকে সোজা রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন জোড়াসাঁকো। সঙ্গে রাজ্যপাল, এবং রাজ্য সরকারের প্রতিনিধি, সবটাই নিয়মমাফিক। জোড়াসাঁকো ঘুরে দেখেন রাষ্ট্রপতি।

নিয়মমাফিক নাগরিক সম্বর্ধনার আয়োজন করেছিল রাজ্য সরকার। প্রেস ক্লাব কর্তা থেকে অ্যাক্রিডিটেশন কমিটির কর্তা, বাংলা সিনেমার দুই প্রতিনিধি থেকে তিন ফুটবল ক্লাবের প্রতিনিধি সহ সবাই সম্বর্ধনা জানালেন মাননীয় রাষ্ট্রপতিকে। কিন্তু কোত্থাও নেই রাজ্যের বিরোধী দলনেতা। অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। যেন রাজ্যে কোন বিরোধীই নেই! বিরোধিতা নেই। সব্বাই পেটোয়া। সরকার ভজনা। আসলে বিরোধী দলনেতাকে ডাকাই হয়নি রাষ্ট্রপতির নাগরিক সম্বর্ধনায়। যেন বিরোধী দল বা দলনেতা যেন নাগরিক নন রাজ্যের।  

বিষয়টি নিয়ে ট্যুইটও করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। যারা রাষ্ট্রপতি নির্বাচনে লাইন দিয়ে ভোট দিলেন তাঁরাই নেই সম্বর্ধনায়। আর যারা বিরোধিতা করেছিলেন সেই রাজ্য সরকা্রের নাগরিক সম্বর্ধনা।

ঘটনাটি সংসদীয় গণতন্ত্রে নিয়ম মেনে হল না। গণতান্ত্রিক নিয়ম ভাঙলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। 

নিয়ম তিনি মঞ্চেও ভেঙেছিলেন। যখন তার বলবার সময়। মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতা শেষ করার সময় জয় বাংলা চিৎকারে একটু বেশি উচ্চকিত হলেন না। পাশে জয় ওড়িশাও বললেন বটে। জয়ধ্বনি দিলেন রাষ্ট্রপতিরও কিন্তু...
 
মুখ্যমন্ত্রীর ভুল ধরালেন রাষ্ট্রপতি স্বয়ং। তিনি জয় ভারত যেমন বললেন তেমনি একই উচ্চারণে জয় বাংলাও বললেন।
আসলে আদিবাসী নাচের তালে পা মেলালেই আদিবাসী সংস্কৃতি সম্পর্কে শ্রদ্ধাশীল প্রমাণ করা যায় না। শ্রদ্ধাশীল হতে হয় দেশের সংবিধানের প্রতি। যে সংবিধান আদিবাসী মূলবাসী বাংলা-ওড়িশা ভেদাভেদ করে না। যা শেখায় আমরা ভারতের অধিবাসী। ভারতের নাগরিক।

Tags:

Mamata Banerjee

CM Mamata

Madhyom

CM Mamata Banerjee

Mamata

bangla news

Bengali news

Draupadi Murmu

Droupadi Murmu

draupadi murmu president

draupadi murmu news

draupadi murmu latest news

mamata banerjee latest news

mamata banerjee speech

mamata banerjee news

president draupadi murmu

draupadi murmu speech

president droupadi murmu

mamta banerjee

democracy

west bengal cm mamata banerjee

mamata rally

mamata banerjee west bengal

draupadi murmu in kolkata

draupadi murmu visits bengal

kolkata draupadi murmu

droupadi murmu news

draupadi murmu update

democracy lesson

lesson of democracy

lesson democracy

president teachs cm mamata


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর