img

Follow us on

Thursday, Apr 25, 2024

Bomb Blast: বোমাই কি তৃণমূলের ক্ষমতার উৎস?

বোমাই কি তৃণমূলের ক্ষমতার উৎস?

  2023-03-05 19:24:14

বোমা আর আগ্নেয়াস্ত্রই কি তৃণমূলের ক্ষমতার উৎস? প্রশ্নটা সামনে আসছে। কারণ পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্ধার হচ্ছে বোমা। কোথাও ঘটছে বিস্ফোরণ। আহত হচ্ছে শিশু থেকে সাধারণ মানুষ। আর এধরণের ঘটনায় বারবার জড়িয়ে যাচ্ছে শাসকের নাম। দুদিন আগেই বীরভূমে বোমা বিস্ফোরণে উড়ে গেছে তৃণমূল নেতার বাড়ি। ওই নেতার নাম হাফিজুল মোল্লা। বীরভূমের পাড়ুই থানার ভেরামারি গ্রামের তৃণমূল বুথ সভাপতি তিনি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহু দূর থেকে তার আওয়াজ শোনা যায়। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তবে অনুব্রত মণ্ডলের জেলায় বারবার বোমা আর আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে গোয়াল ঘরে চারটি ড্রামের মধ্যে বোমা রাখা ছিল। তা উল্টেই এই ঘটনা। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেতার বাড়িতে কেন বোমা জড়ো করে রাখা হচ্ছিল, তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। 

কখনও পাড়ুই, কখনও পাণ্ডবেশ্বর আবার কখনও জগদ্দল। রাজ্যজুড়ে বারবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। কখনও বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হচ্ছে শিশু। আবার কখনও বাড়ির মধ্যেই লুকনো বোমা বিস্ফোরণে মৃত্যু হচ্ছে  শাসক অনুগামীদের। অরাজকতার চূড়ান্ত। কিন্তু হুঁশ নেই শাসকের। বিরোধীরা বলছেন, ক্ষমতায় টিকে থাকতে বোমা আর বন্দুককেই ভরসা করতে চাইছে শাসক। সাধারণ জনতা সরে গেছে তৃণমূলের কাছ থেকে। দুর্নীতিতে আষ্ঠেপৃষ্ঠে বাঁধা পড়া এই সরকারের বিদায় চাইছে তারা। শাসক দলের নেতারা ঘটনার জন্য দোষ চাপাচ্ছেন বিরোধীদের দিকে। এই খেলা সমানে চলছে। আর যন্ত্রণায় দিন কাটাচ্ছে সাধারণ মানুষ।

Tags:

Birbhum

West Bengal news

Madhyom

bomb blast

West Bengal

bangla news

Bengal

bomb blast news

west bengal bomb blast

birbhum bomb blast

birbhum blast

bomb blast in bengal

bomb blast at birbhum

bengal blast

bomb blast news update

bomb blast latest news

bomb blast latest update

basanti bomb blast

birbhum bomb blast update

birbhum bomb blast news update

crude bomb blast at bengal

bomb blast west bengal

bengal bomb blast news

west bengal polls

abp news


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর