img

Follow us on

Monday, May 13, 2024

Birbhum: পঞ্চায়েতের আগে মাড়গ্রাম-ষড়যন্ত্র তৃণমূলের?

পঞ্চায়েতের আগে মাড়গ্রাম-ষড়যন্ত্র তৃণমূলের?

  2023-02-07 21:25:29

সেই মাড়গ্রাম। যেখানে একবছর আগেই, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বোমা উদ্ধারের। বোমা উদ্ধার হয়নি। বরং ছরবীরভূম জেলায় তো বটেই গোটা রাজ্যে যত্রতত্র বোমা তৈরি কুটিরশিল্পে পরিণত হয়েছে। 

বছর ঘুরে এবার ফের মাড়গ্রাম! দুই গোষ্ঠীর বোমাবাজি। কংগ্রেসের পঞ্চায়েতের সদস্যের অনুগামীদের মারতে,পঞ্চায়েত প্রধানের অনুগামী। ব্যাগে রাখা বোমা ফেটে মৃত দুই। অপসারিত পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। তার জায়গায় নতুন এসপি ভাস্কর মুখোপাধ্যায়।

শাসকদল তৃণমূলের দাবি, নেগোশিয়েশন করতে গিয়ে বচসা। মারামারি। তারপর দুই পক্ষ যথেচ্চ বোমাবাজি করে। তাঁদের পক্ষের দু'জন আহত হয়, দ্রুত দুজনকেই কলকাতার এস এস কে এম হাসপাতালে নিয়ে আসা হয়। একজন পথেই মারা যান। নাম নিউটন শেখ।

নিউটনের আত্মীয় নিজেই জানিয়েছেন ধাওয়া করে ছুটে যাচ্ছিল নিউটনরা। আর তারপরেই বিস্ফোরণ। বোমা লেগেছে পায়ে কোমরের নীচে। তার অর্থ তাঁদের ব্যাগেই কি বোমা ছিল? সে সত্য আর জানার উপায় নেই। রাতেই গ্রামে পৌঁছে যান তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। সেখানেই তৃণমূলের পক্ষ থেকে দাবি, কংগ্রেসে মেম্বারের ষড়যন্ত্রেই খুন দুই তৃণমূল কর্মী। 
তৃণমুলের পক্ষ থেকে পুলিশে অভিযোগও জানানো হয়। গ্রেফতার করা হয় কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সুজাউদ্দিন সহ ৬ কর্মীকে। সুজাউদ্দিনের পরিবারের দাবি, ঘটনাস্থলের ধারে পাশে তো নয়ই বরং তাঁরা তখন ঘরে ছিলেন।

রবিবার সকালে মারগ্রামে যান তৃণমূলের রামপুরহাট ২ নম্বর ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায়, হাঁসন কেন্দ্রের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, বোলপুর সাংসদ অসিত মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাঁদের অভিযোগের নিশানা কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সুজাউদ্দিন। কারণ গত পঞ্চায়েত নির্বাচনে সব রকম চেষ্টা করেও এই সিটে হারানো যায়নি জনপ্রিয় সুজাউদ্দিনকে। ফলে টার্গেট সুজাউদ্দিন।

সোমবার সকালেই তড়িঘড়ি এসএসকেএমের পিছনের দরজা দিয়ে বার করে দেওয়া হয়, লাল্টু শেখ ও নিউটন শেখের দেহ। পোস্ট মর্টেমের চূড়ান্ত রিপোর্ট হাতে আসার আগেই। গ্রামে পৌছাতেই ফের শুরু কান্নার রোল। ফের অভিযোগ। কংগ্রেসের সদস্যের বিরুদ্ধে।

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বীরভূম জেলার তৃণমূল কমিটির খোল নলচে বদল করা হয়েছে। অনুব্রত বিরোধী শতাব্দী রায়, কাজল শেখরা জায়গা পেয়েছে কমিটিতে। তারপরই ফের অশান্ত বীরভূমের তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। এলাকা বিন্যাস চলছে পঞ্চায়েতের নির্বাচনের আগে। অনুব্রত জমানার স্টাইলে ফের বিরোধী শূন্য জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বোচ্চ স্তর থেকেই। 

গরু পাচার, বালি পাচার, পাথর খাদানের দখল বজায় রাখতেই, এই বোমাবাজি, এই কান্না, এই খুন আর মৃত্যু। বীরভূম জেলা তৃণমূলের একাংশের দাবি, এই সব না থাকলে তোলাবাজি, বন্ধ হয়ে যাবে। টাকার বড় অংশ পৌছাবে না উপরতলায়।

Tags:

Birbhum

Madhyom

Trinamool Congress

bangla news

Bengali news

Margram

Birbhum Margram

Trinamool

Birbhum SP

Birbhum News

conspiracy

birbhum latest news

birbhum tmc

birbhum bomb blast

birbhum blast

birbhum bomb

birbhum sp changed

birbhum sp switched

bomb blast at birbhum

birbhum bomb blast news

mamata banerjee at birbhum

birbhum bomb blast today

birbhum new sp

birbhum sp news

birbhum update

birbhum tmc clash

margam

margram conspiracy

conspiracy margram

political conspiracy

trinamool conspiracy

conspiracy trinamool

trinamool activists

trinamool congress delegation

bengal violence of birbhum

tmc conspiracy

conspiracy tmc


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর