img

Follow us on

Sunday, May 19, 2024

Arambagh: শিক্ষক ও ছাত্রদের অভাবে একটি স্কুলের মৃত্যু, দর্শক রাজ্যের সরকার

১১ বছরেই স্কুলের মৃত্যু ঘন্টা শুনছে আরামবাগ

  2022-07-16 23:14:49

ভাবছেন তো এখুনি একছুটে আসবে ছাত্রছাত্রীরা। কলকাকলিতে ভরে উঠবে স্কুল প্রাঙ্গন। হবে প্রার্থনা সঙ্গীত। নাহ, এই স্কুলে এ সব কিছুই হবে না।

আছে ক্লাসরুম। চক ডাস্টার ব্ল্যাকবোর্ড। বেঞ্চ ডেস্ক। মায় দেওয়ালে ঝোলানো ম্যাপ, উদ্ভিদের অঙ্কুরোদগম। সবই সাজানো গোছানো। কিন্তু ছাত্র নেই! আরামবাগ ব্লকের বাতানোর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর জুনিয়র হাইস্কুলের চিত্রটা এমনই।

স্কুলের শুরু। ২০১১ সালে। তখন গ্রামে প্রথম স্কুল। হইচই, আশা ছিল একদিন এই স্কুলেই বারো ক্লাস পর্যন্ত পড়াশোনা করতে পারবে গ্রামের ছেলেমেয়েরা। সরকার বদলের সঙ্গে ভাবনাও বদলেছে। বয়সে বাড়লেও স্কুল দ্রুত বৃদ্ধ হয়েছে। অবহেলার অভিজ্ঞতায়। ঠিক ১১ বছর বাদে স্কুলে মাত্র দুজন ছাত্র। আর দুজন শিক্ষক। ছাত্ররাও নিয়ম করে স্কুলে আসে না। 

যুক্তি যথাযথ। শিক্ষকের অভাবে পড়াশোনা না হলে কেন বাপ-মা স্কুলে পাঠাবেন? যদিও বা পাঠান, ক্লাস এইটের পর যদি তাঁকে অন্য স্কুলে ভর্তি হতেই হয়, কে আর  জুনিয়র হাই-এ ক্লাস এইট পর্যন্ত পড়বে? 

যে যুক্তি গ্রামবাসীরা বোঝেন সেই যুক্তি সরকার বাহাদুর বোঝেন না কেন? তারও একটা ব্যাখা দিয়েছেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য।

পঞ্চায়েত, জেলা শিক্ষা দফতর, এস আই, সবাই সব কিছু জানেন। শিক্ষকরাও জানিয়েছেন নিয়ম করে। কিন্তু ২০১৮-১৯-এর পর বদলে আসেনি। সেই কারণেই নিয়ম করে শিক্ষক শিক্ষিকা দুজন আসেন। কাগজ পড়েন। অফিশিয়াল কাজ করেন। দুজনের বেশি ছাত্র-ছাত্রী নেই বলে মিড-ডে মিলও রান্না হয় না। ধুলো জমে ক্লাস রুমে। মিড-ডে মিলের বাসনপত্রে।

সরকার বাহাদুর নতুন শিক্ষকও দেন না। স্কুলটাকে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পর্যন্তও করেন না।

তবু নিয়ম করে, প্রতিদিন স্কুল শুরুর ঘণ্টা বাজে। ছাত্ররা আসে না। স্কুল ছুটির ঘণ্টা বাজে।ক্লাসরুমগুলো শান্তই থাকে। শুধু বাড়ির পথে পা বাড়ান। দুই শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারি। স্কুল বাড়িটা একই রকম দাঁড়িয়ে থাকে। শূন্য হয়ে। সকালে যেমন ছিল তেমনই। শুধু ঘণ্টা বাজে। প্রতিদিন।

প্রতিদিন একটি স্কুলের মৃত্যুর ঘণ্টা শোনেন আরামবাগের বাতানোর গ্রাম পঞ্চায়েত। 

Arambag School, Narayanpur Junior High School, No Teacher School, No Recruitment Teacher,
school,school story,back to school,lower school, arambag,arambag school,arambag schools,arambag politics, teacher,school,teachers,no teacher,substitute teacher,without teacher,teacher gone, school,student,good student,rich student,poor student,students, Bengali News, Bangla News, Bengali News Live, Bangla News Live

Tags:

bangla news

Bengali news

teacher

Arambag

bangla news live

bengali news live

No Teacher School

Arambag School

Narayanpur Junior High School

  school

school story

back to school

lower school

arambag schools

arambag politics

teachers

no teacher

substitute teacher

without teacher

teacher gone

student

good student

rich student

poor student

students

No Recruitment Teacher


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর