জ্বলছে হাওড়া, ট্রেন বাতিল, যাত্রী বিক্ষোভ
সকাল থেকেই বিক্ষোভের আগুনে জ্বলছে হাওড়ার ডোমজুড়। বৃহষ্পতিবারের পর শুক্রবারও সকাল থেকেই রাস্তা অবরোধ। নাজেহাল হাজারো মানুষ।
উত্তেজনা ছড়িয়ে পড়ে পাঁচলার বিভিন্ন অঞ্চলে। ভাঙচুর চালানো হয় বিজেপি পার্টি অফিসে। হয় যথেচ্ছ লুঠপাট। জ্বালিয়ে দেওয়া হয় অফিস। ভাঙা হয় গাড়ি বাইক।
পুলিশ নীরব দর্শক। বিক্ষোভকারীদের সামলাতে কোন উদ্যোগই দেখা যায়নি। ফলে আরও বেপরোয়া হয় বিক্ষোভকারীরা।
ভাঙচুর বিক্ষোভ অবরোধ ছড়িয়ে পড়ে ট্রেন লাইনেও। ফলে বিপর্যস্ত হয়ে পড়ে রেল পরিষেবা। বাতিল হয় হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন। বদলে দেওয়া হয় অনেক ট্রেনের যাত্রপথ।
এই নিয়েই চরম যাত্রী অসন্তোষ দেখা যায় খড়গপুরে। যাত্রীদের অভিযোগ টিকিট ক্যান্সেল করতে চাইলেও রেল তা করছে না। এমনকি রেলের তরফে সঠিক কোন তথ্যও দিতে পারছে না।
গোটা ঘটনা ঘিরেই চরম বিশৃংখল পরিস্থিতি তৈরি হয়।