img

Follow us on

Saturday, Jul 27, 2024

Weather Report: জাঁকিয়ে শীত কবে থেকে? কী জানাচ্ছে হাওয়া অফিস?

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রাও বেশ খানিকটা নেমে গিয়েছে, জাঁকিয়ে শীত কবে?

img

প্রতীকী ছবি

  2023-11-18 13:30:25

মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার সকাল থেকেই আকাশ বেশ পরিষ্কার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রাও বেশ খানিকটা নেমে গিয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার আবহাওয়া আরও পরিষ্কার থাকবে। হাওয়া অফিসের (Weather Report) তরফে আরও জানা গিয়েছে, ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবের আশঙ্কা এখন একেবারেই নেই। তবে জাঁকিয়ে শীত ঠিক কবে থেকে পড়বে তা অবশ্য জানাতে পারেনি হাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার ও রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে।  যদিও মিধিলের প্রভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে কোনও কোনও জায়গায়। জানা গিয়েছে ১৮ নভেম্বর বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হবে উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, দক্ষিণ মেঘালয়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ডিপফেক নিয়ে উদ্বিগ্ন স্বয়ং প্রধানমন্ত্রীও, হুঁশিয়ারি দিলেন চ্যাট জিপিটিকে

২-৩ দিনের মধ্যে তাপমাত্রা আরও কমবে রাজ্যে

আগামী দু-তিন দিনের মধ্যে তাপমাত্রা রাজ্যে আরও এক থেকে দুই ডিগ্রি নিচে নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Report)। আগামী সপ্তাহের শেষের দিক থেকে শীতের আমেজ আরও বাড়বে বলে জানা গিয়েছে। অন্যদিকে, হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মেঘলা আকাশ কেটে যাওয়ায় দিনের বেলায় উষ্ণতা কিছুটা বাড়বে। যদিও  বাতাসে বাষ্পের পরিমাণ বেসি থাকায় কলকাতা সংলগ্ন কিছু এলাকাতে অস্বস্তিও থাকবে। ভোরের দিকে এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ একটু ফিরবে।

মেঘমুক্ত আকাশ উত্তরবঙ্গে, খালি চোখেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা

অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশিই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে (Weather Report) আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরিষ্কার আকাশ দেখা যাবে দার্জিলিঙ সমেত গোটা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ইতিমধ্যে পর্যটকদের ভিড়ও শুরু হয়েছে। মেঘ না থাকায় খালি চোখেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা।

আরও পড়ুুন: জমির দালাল থেকে তৃণমূলের প্রধান, রকেট গতিতে উত্তরণই কাল হল রূপচাঁদের

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Weather Update

bangla news

Bengali news


আরও খবর


ছবিতে খবর