img

Follow us on

Monday, May 20, 2024

Partha Chatterjee: ক্রনিক সমস্যায় ভুগছেন পার্থ, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, জানিয়ে দিল এইমস

SSC Scam: হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা নয়, জানাল মেডিক্যাল বোর্ড...

img

পার্থ চট্টোপাধ্যায়।

  2022-07-25 19:11:19

মাধ্যম নিউজ ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ভর্তি করল না ভুবনেশ্বর এইমস (Bhubaneswar AIIMS)। জানিয়ে দেওয়া হল, ক্রনিক সমস্যায় ভুগছেন মন্ত্রীমশাই। যার চিকিৎসা বাড়ি থেকে সম্ভব। হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই।

কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) নির্দেশমতো এয়ার অ্যাম্বুল্যান্সে করে এদিন সকালে ভুবনেশ্বর এইমসে পার্থকে নিয়ে পৌঁছয় ইডি (ED) । রাজ্যের শিল্পমন্ত্রীর বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয় সেখানে। এরপর সময় মতোই পার্থ চট্টোপাধ্যায়ের মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করে ভুবনেশ্বর এইমস। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তৃণমূল মহাসচিবকে এইমসে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। ফলে, আজই তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: অ্যারেস্ট মেমোয় মমতার নাম-নম্বর লিখলেন কেন পার্থ? জড়িয়ে দিতে নাকি বিপদের বন্ধু হিসাবে

হাসপাতাল সূত্রে খবর, এইমসে পৌঁছনোর পর পার্থ চট্টোপাধ্যায়ের ওজন, উচ্চতা, রক্তচাপ, পালস রেট পরীক্ষা করার পর, তিনি কোনও অসুখে ভুগছেন কি না জানতে চান চিকিৎসকরা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ইসিজি, ইকো, ইউএসজি করা হয়েছে। হার্টের সমস্যা ও কিডনির সমস্যা রয়েছে বলে জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। 

বিকেলে ভুবনেশ্বর এইমসের মেডিক্যাল রিপোর্টে বলা হয়, কিছু ক্রনিক সমস্যায় ভুগছেন নিয়োগ মামলায় গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে বুকে ব্যথাও নেই। পরীক্ষা করে দেখা গিয়েছে পার্থর যে সমস্যা রয়েছে তা গুরুতর বিষয় নয়। যা সমস্যা রয়েছে তা বাড়িতে থেকে ওষুধ খেয়ে চিকিৎসা করা যাবে। এখনই কোনওরকম অস্ত্রোপচারের কোনও দরকার নেই। চার সদস্যের মেডিক্যাল বোর্ডের পরামর্শ, যে ওষুধগুলো পার্থ খাচ্ছিলেন, তা চালিয়ে যেতে হবে। হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা নয়।

আরও পড়ুন: হুইল চেয়ারে আইসিসিইউ রোগী! পার্থকে দেখে বিস্মিত হৃদরোগ চিকিৎসকদের একাংশ

পার্থর শারীরিক পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়েছে মেডিক্যাল অফিসার, পার্থর আইনজীবীকে। পাশাপাশি এসএসসি দুর্নীতি (SSC scam) মামলার তদন্তকারী সংস্থা ইডির তদন্তকারী অফিসারকেও পার্থর শারীরিক পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়েছে।

Tags:

Partha Chatterjee

West Bengal news

Kolkata news

Enforcement Directorate

ED

SSC Recruitment

Teacher Recruitment scam

School Service Commission

ssc scam

Partha Chatterjee AIIMS Bhubaneswar

Bengal Minister Partha

SSC Partha air ambulance AIIMS bhubaneswar

Partha AIIMS medical report


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর