img

Follow us on

Monday, May 20, 2024

Nursing Recruitment: দুর্নীতি নার্সিং নিয়োগেও! অভিযোগের তির মন্ত্রী অখিল গিরির ভাইঝির দিকে

নার্সিং ছাত্রীদের দাবি, সাইনার নাম প্রথম তালিকায় বেরোয়নি, তা সত্ত্বেও তিনি চাকরি করছেন। আর তালিকার উপর দিকে থাকা ছাত্রীরা এখনও নিয়োগ পত্র হাতে পাননি।

img

অভিযোগ অখিল গিরির দিকে। বিক্ষোভে সামিল ছাত্রীরা।

  2022-11-30 11:34:20

মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতির জট রাজ্য সরকারের পিছু ছাড়ছে না। হয় টাকা নিয়ে নিয়োগ নতুবা স্বজন পোষণ, এক চিত্র শিক্ষা ক্ষেত্রের সব দিকে। স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি মামলায় পরেশ কন্যা অঙ্কিতার বিরুদ্ধে বেআইনিভাবে চাকরিতে নিয়োগের অভিযোগ উঠেছিল। এবার নার্সিং-এ নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো অখিল গিরির ভাইঝি সাইনা গিরির।

নার্সিং ছাত্রীদের অভিযোগ

নিয়োগ তালিকায় পিছনের দিকে যাঁদের নাম ছিল, তাঁদের বেআইনিভাবে চাকরি দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। অভিযোগ, সেই একই কাজ করেছে স্বাস্থ্য দফতর। এবারও  নিয়োগের ক্ষেত্রে ফের রাজ্যের এক মন্ত্রীর নাম সামনে আনছেন নার্সিং চাকরি প্রার্থীরা। তাঁদের দাবি, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার মতো তালিকায় পিছনের দিকে থেকেও চাকরি পেয়ে গিয়েছেন মন্ত্রী অখিল গিরির ভাইঝি সায়না গিরি। নার্সিং ছাত্রীদের দাবি, সাইনার নাম প্রথম তালিকায় বেরোয়নি, তা সত্ত্বেও তিনি চাকরি করছেন। আর তালিকার উপর দিকে থাকা ছাত্রীরা এখনও নিয়োগ পত্র হাতে পাননি। এই নিয়োগেও দুর্নীতির গন্ধ পাচ্ছেন চাকরি প্রার্থীরা। তাঁদের দাবি, রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীকে এই নিয়োগ নিয়ে জবাব দিতে হবে। উল্লেখ্য, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠেছিল। আদালতের নির্দেশে ইতিমধ্যেই সহকারী শিক্ষক পদ থেকে বরখাস্ত করা হয়েছে অঙ্কিতাকে। 

আরও পড়ুন: পূর্ণমানের চেয়ে বেশি প্রাপ্ত নম্বর! ২০১৪ সালের টেট উত্তীর্ণদের নম্বরের ব্রেক আপ নিয়ে বিতর্ক

কালীঘাটে ধুন্ধুমার 

নার্সিং ছাত্রীদের বিক্ষোভের জেরে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কালীঘাটে। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান নার্সিং চাকরিপ্রার্থীরা। দাবি একটাই, অবিলম্বে অবৈধদের নিয়োগ বাতিল করে উত্তীর্ণদের নিয়োগ করতে হবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অভিমুখে রওনা হওয়ার পথে কালীঘাটে নার্সিং পড়ুয়াদের আটক করে পুলিশ। প্ল্যাকার্ড হাতে ক্রমাগত বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিপ্রার্থীরা। তাঁদের টেনে-হিঁচড়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় পুলিশ। এরপর বিক্ষোভ স্থলে থাকা দুটি পুলিশ ভ্যানে একাধিক চাকরিপ্রার্থীদের আটক করা হয়। প্রতিবাদ জানালেই কেন এভাবে আটকানো হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Tags:

agitation

Akhil Giri

Kalighat

Nursing Jobs

Nursing Student


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর