img

Follow us on

Thursday, May 02, 2024

FIFA World Cup: ১৭ কেজি ক্ষীর দিয়ে মেসির মূর্তি! হাওড়ার এক মিষ্টির দোকানে এক টুকরো আর্জেন্টিনা

FIFA World Cup: এরই সঙ্গে বানানো হয়েছে আর্জেন্টিনার জার্সির রঙে রসগোল্লা, সন্দেশ। তৈরি হয়েছে বিশ্বকাপের আদলে সন্দেশও।

img

ক্ষীর দিয়ে তৈরি মেসির মূর্তি

  2022-12-18 17:59:18

মাধ্যম নিউজ ডেস্ক: স্টেডিয়াম অনেক দূর, তাতে কি! মেসিকে দেখতে এবার হাওড়ায় মিষ্টির দোকানেই ভীড় জমাচ্ছেন হুজুগে বাঙালিরা। না, মেসি বাংলায় আসেননি, বানানো হয়েছে ‘মেসি মিষ্টি’, আর সেটি দেখতেই মানুষ যাচ্ছে সেই মিষ্টির দোকানে। অবাক হচ্ছেন? তবে এতে অবাক হওয়ার কিছুই নেই। আসলে আর্জেন্টিনা-মেসি জ্বরে কাবু বাংলার ছোট থেকে বুড়ো। তেমনই এক মেসি পাগল মিষ্টিওয়ালা দেখা গেল হাওড়ায়। মিষ্টির দোকানের নাম মা গন্ধেশ্বরী সুইটস। দোকানের মালিকের নাম কেষ্ট হালদার। তিনি মেসির এমনই ভক্ত যে, ক্ষীর দিয়ে বানিয়ে ফেললেন মেসি (FIFA World Cup)।

ক্ষীর দিয়ে তৈরি মেসি

হাওড়ার নেতাজী সুভাষ রোডের "মা গন্ধেশ্বরী সুইটস" বিশ্বকাপ ফাইনালের আগে বানিয়ে ফেলেছেন ১৭ কেজি ক্ষীর দিয়ে ৩ ফুটের মেসির মূর্তি। বানানো হয়েছে আস্ত বিশ্বকাপ ট্রফিও। এরই সঙ্গে বানানো হয়েছে আর্জেন্টিনার জার্সির রঙে রসগোল্লা, সন্দেশ। তৈরি হয়েছে বিশ্বকাপের আদলে সন্দেশ, আর্জেন্টিনার জার্সির আদলে সন্দেশ, ফুটবলের আকারে সন্দেশ সহ নানা স্বাদের মিষ্টি। তা দেখতে দোকানে ভীড় জমাচ্ছেন এলাকার বহু মানুষ এবং সকলেই ছবি তুলছেন সেখানে।


ফুটবল ঘিরে বাঙালির উত্তেজনা বরাবরই তুঙ্গে। তার উপর এখন চলছে ফিফা বিশ্বকাপ। আরব দেশই হোক না কেন, তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না. তা কখনও সম্ভন নয়। তাই বরাবরের মত ফুটবল বিশ্বকাপ নিয়ে এবারও চরম উৎসাহ-উদ্দীপনা চলছে পশ্চিমবঙ্গে। আর এই উত্তেজনাতেই মিষ্টির দোকানের মালিকের এমন উদ্যোগ।

আরও পড়ুন: মেসি বনাম এমবাপে! কাপ কার দখলে? ফাইনালের আগে দ্বিধাবিভক্ত ফুটবল বিশ্ব

মিষ্টির দোকানের মালিক মেসির জয় নিয়ে দৃঢ়বিশ্বাসী

মালিক কেষ্ট হালদার আর্জেন্টিনার অন্ধভক্ত, তিনি বলেন,  “এবার মেসির হাত ধরে বিশ্বকাপ আসবে। সেমিফাইনালে মেসি যেভাবে খেলেছেন, পায়ের জাদু দেখিয়ে দিয়েছেন। আর্জেন্টিনার সাপোর্টার হয়ে আমি গর্বিত।” তিনি দৃঢ়বিশ্বাসী যে, আজ মেসি তাঁর পায়ের জাদু দেখাবেই। তাঁর হাতেই উঠবে বিশ্বকাপের ট্রফি। মেসি প্রথমার্ধেই দুটি গোল করবেন বলে তিনি আশাবাদী। সেই আশা নিয়েই মেসি ভক্তদের জন্য এই মেসির ক্ষীরের মূর্তি উৎসর্গ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেই এলাকার আর্জেন্টিনার সমর্থকরা জানিয়েছেন, তাঁরা চান যে, মেসি যেন ফাইনালে সেরা ফর্ম নিয়ে জ্বলে ওঠেন (FIFA World Cup)।

আর কিছুক্ষণ পরেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ

বিশ্বকাপে আজ কঠিন প্রতিপক্ষ ফ্রান্সের মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা (FIFA World Cup)। হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচের ফলাফল কী হবে তা এখনও জানা নেই। কিন্তু হাওড়ায় আর্জেন্টিনার সমর্থকরা চান, মেসির হাত ধরেই যেন তাঁদের প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে। ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, স্পেন, ক্রোয়েশিয়া একে একে অনেক প্রিয় দল এবার বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে। ফলে এখন একমাত্র মেসি ম্যাজিকের দিকেই তাকিয়ে বাংলার মানুষ সহ পুরো বিশ্ববাসী।

Tags:

Fifa World Cup

FIFA World Cup 2022

Lionel Messi Sweet

Messi sweet in West Bengal


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর