Sealdah Metro: বৃহস্পতি থেকে যাত্রী যাতায়াত শিয়ালদহ মেট্রোয়, প্রথম ট্রেন কটায়, কী হবে ভাড়া?

সোমবার বিকেলে শিয়ালদহ মেট্রো স্টেশনের (Sealdah Metro Station) উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। বৃহস্পতিবার থেকে শিয়ালদহ মেট্রো স্টেশন খুলে যাবে সর্বসাধারণের জন্য।

এর ফলে, শিয়ালদহ (Sealdah) থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত চালু হল মেট্রো রেল পরিষেবা। তার আগে, জেনে নেওয়া প্রয়োজন কোন কোন স্টেশনে মেট্রো থামবে, কটা থেকে মেট্রো চলবে এবং টিকিট মূল্য।

মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, মোট ১০০টি ট্রেন চালানো হবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত। প্রত্যেকদিনই ব্যস্ত সময়ে মেট্রো চলবে ১৫ মিনিট অন্তর এবং অন্য সময়ে মেট্রো চলবে ২০ মিনিট অন্তর।

পাশাপাশি জানা যাচ্ছে, শিয়ালদহ থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে সেক্টর ফাইভ থেকে।

বিপুল যাত্রী সংখ্যা সামাল দিতে শিয়ালদহ স্টেশনে থাকছে তিনটে প্ল্যাটফর্ম। দু’পাশেই থাকবে স্ক্রিন ডোর। এছাড়াও রয়েছে ডবল ডিসচার্জ প্লাটফর্ম।

ভিড় সামাল দিতে ৯টি সিঁড়ি, ১৮ এসক্যালেটর এবং মোট ২৭টি টিকিট কাউন্টার থাকছে। বিশেষভাবে সক্ষমদের জন্যও থাকছে ৫টি লিফ্ট।

মেট্রো থেকে নেমেই যাতে যাত্রীরা সরাসরি শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ধরতে পারেন সে কারণে মেট্রো স্টেশনেই থাকছে লোকাল ট্রেনের টিকিট কাটার ব্যবস্থা।

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, দিনের ব্যস্ততম সময়ে ১০ মিনিট অন্তর ট্রেন মিলবে, এছাড়া দিনের বাকি সময়ে ১২ মিনিট অন্তর মিলবে ট্রেন।

মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, শিয়ালদহ থেকে মেট্রো ধরতে যাত্রীদের নূন্যতম ১০ টাকা ভাড়া গুনতে হবে। শিয়ালদহ মেট্রো স্টেশনের দু’দিকের স্টেশনের দূরত্ব ২ কিমি-র বেশি হওয়ার কারণেই এই নূন্যতম ভাড়া ১০ টাকা।

শিয়ালদহ-এর একদিকে থাকছে এসপ্ল্যানেড স্টেশন, যার দুরুত্ব ২.৪৫ কিলোমিটার। অন্যদিকে ফুলবাগান স্টেশনের দুরুত্ব ২.৩৩ কিমি। অন্যান্য স্টেশনগুলো থেকে নিকটবর্তী স্টেশনের দুরুত্ব ২ কিমির কম হওয়ায় নূন্যতম ভাড়া হয় ৫ টাকা।

শিয়ালদহ থেকে ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল পর্যন্ত ভাড়া থাকবে ১০ টাকা। এরপর সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী এবং সেক্টর ফাইভ পর্যন্ত ২০ টাকা ভাড়া ধার্য করা হয়েছে।
