Kolkata: উপস্থিত ছিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান, উদযাপিত এয়ারফোর্স অ্যাসোসিয়েশনের ৪২তম প্রতিষ্ঠা দিবস

বৃহস্পতিবার, কলকাতার বালিগঞ্জে এয়ার ফোর্স অ্যাসোসিয়েশন তার ৪২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল। ভারতীয় বায়ুসেনার প্রবীণ অফিসার ও তাঁদের পরিবারের সদস্যরা এদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেন। বায়ুসেনার প্রবীণ অফিসাররা একটি পদযাত্রার আয়োজন করেছিলেন।

এয়ার ফোর্স অ্যাসোসিয়েনের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধান অরূপ রাহা সহ বায়ুসেনার আরও কয়েকজন প্রবীণ অফিসার। বালিগঞ্জ সার্কুলার রোডের ওপর দিয়ে মিলিটারি ব্যান্ড সহ একটি পদযাত্রার মাধ্যমে গতকালের এই অনুষ্ঠান শুরু করা হয়।

এই পদযাত্রার সূচনা করেন এয়ারফোর্স অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কে কে কুণ্ডু। পদযাত্রায় যেমন অংশ নিয়েছিলেন একাধিক প্রবীণ বায়ুসেনা অফিসার ও কর্মী, তেমনিভাবেই তাতে দেখা গিয়েছিল বহু প্রয়াত বায়ুসেনা কর্মীর স্ত্রী-দেরও।

এদিন উপস্থিত প্রবীণরা পুষ্প দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি, শহিদ স্মরণে কিছুক্ষণের জন্য নীরবতা পালন করা হয়। এরপর এই অনুষ্ঠানে বায়ুসেনার প্রবীণ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
