img

Follow us on

Saturday, May 18, 2024

Padma Awardees: মিঠুন, উষা, রতন কাহার সমেত বাংলা থেকে কারা পাচ্ছেন পদ্ম সম্মান? 

বাংলা থেকে কারা পাচ্ছেন পদ্মসম্মান...

img

প্রতিনিধিত্বমূলক ছবি

  2024-01-26 08:41:40

মাধ্যম নিউজ ডেস্ক: দেশের চিরাচরিত পরম্পরা রয়েছে প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম সম্মান (Padma Awardees) ঘোষণার। চলতি বছরে ৭৫তম প্রজাতন্ত্র দিবসের আগেই ঘোষণা হল পদ্ম সম্মান প্রাপকদের তালিকা। পশ্চিমবঙ্গ থেকে পদ্মসম্মান কারা পাচ্ছেন?

বাংলা থেকে পদ্মভূষণ প্রাপকদের তালিকা

পদ্মভূষণ (Padma Awardees)  সম্মান পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তীরাজনীতিবিদ সত্যব্রত মুখোপাধ্যায় (মরণোত্তর)
সংগীতশিল্পী ঊষা উত্থুপ।

বাংলা থেকে পদ্মশ্রী প্রাপকদের তালিকা

নেপাল সূত্রধর- পুরুলিয়ার খ্যাতনামা এই প্রয়াত শিল্পী পাঁচ দশক ধরে ছৌনাচের মুখোশ তৈরি করার ক্ষেত্রে তাঁর অবদান রেখেছেন। তাঁকে মরোনোত্তর পদ্মশ্রী (Padma Awardees)  সম্মান দেওয়া হচ্ছে।

সনাতন রুদ্র পাল- প্রতিমা নির্মাণে প্রখ্যাত নাম সনাতন রুদ্র। তাঁর তৈরি দুর্গা প্রতিমা দেশ-বিদেশে খ্য়াতি অর্জন করেছে। তিনি চলতি বছরে পাচ্ছেন পদ্মশ্রী সম্মান।

রতন কাহার-'বড় লোকের বিটি লো' গান একসময় উছতি বয়সের ছেলে-মেয়েদের মুখে মুখে ঘুরতো। গানের স্রস্টা সেই রতন কাহার এবারে পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। তাঁর কণ্ঠে মুগ্ধ অনেকেই।

দুখু মাঝি - পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের সিন্দরি গ্রামের আদিবাসী পরিবেশবিদ দুখু মাঝি জনমানসে ‘গাছদাদু’ নামেই বেশি পরিচিত। সাইকেলে চেপে নতুন-নতুন জায়গায় গিয়ে ন্যাড়া জমিতে প্রতিদিন গাছ বসান। সেভাবেই ৫,০০০-র বেশি গাছ বসিয়ে ফেলেছেন।

এছাড়াও পদ্মশ্রীর (Padma Awardees)  তালিকা দেখে নিন একনজরে:-

পার্বতী বড়ুয়া- ভারতের প্রথম মহিলা মাহুত

চামি মুর্মু - প্রখ্যাত উপজাতীয় পরিবেশবিদ

সাংথানকিমা - মিজোরামের সমাজকর্মী

জগেশ্বর যাদব - আদিবাসী কল্যাণ কর্মী

গুরবিন্দর সিং - সিরসার দিব্যাং সমাজকর্মী

সত্যনারায়ণ বেলেরি - কাসারগোড়ের ধান চাষি

কে চেল্লাম্মল - আন্দামানের জৈব চাষী

হেমচাঁদ মাঞ্জি - নারায়ণপুরের মেডিসিন প্র্যাক্টিশনার

ইয়ানুং জামোহ লেগো - অরুণাচল প্রদেশের ভেষজ ওষুধ বিশেষজ্ঞ

সোমান্না - মাইসুর থেকে উপজাতীয় কল্যাণ কর্মী

সর্বেশ্বর বসুমাতারী - চিরাং এর আদিবাসী কৃষক

প্রেমা ধনরাজ - প্লাস্টিক সার্জন ও সমাজকর্মী

উদয় বিশ্বনাথ দেশপান্ডে - আন্তর্জাতিক মল্লখাম্ব কোচ

ইয়াজদি মানেকশা ইতালিয়া - মাইক্রোবায়োলজি সংক্রান্ত বিশেষজ্ঞ।

শান্তিদেবী পাসওয়ান ও শিবন পাসওয়ান- গোন্ডা শিল্পের শিল্পী

অশোক কুমার বিশ্বাস- তিকুলি শিল্পের জন্য তিনি খ্যাত

বালাকৃষ্ণ বিতিল- ঘত ৬ দশক ধরে কথাকলির জন্য তিনি খ্যাত।

গোপীনাথ সাঁই- কৃষ্ণলীলা পারফরম্যান্সের জন্য তিনি খ্যাতনামা।

এছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন, স্মৃতিরেখা চাকমা, নারায়ণ ইপি, ওমপ্রকাশ শর্মা, বদ্রপান্না এম, ভগতপ্রধান, মচিহান সাসা, জর্ডন লেপচা, জানকীলাল, গাদ্দাম সামাইয়াহ, দাসারি কোন্দাপ্পা, বাবুরাম যাদবরা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Republic Day

padma awardeers


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর