img

Follow us on

Saturday, May 18, 2024

Prithvi II Missile: অগ্নি-৫-এর পর সফল পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ

Prithvi II Missile: গতকাল ওড়িশার চাঁদিপুর উপকূল থেকে করা হয়েছে উৎক্ষেপণ।

img

পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র

  2023-01-11 15:56:40

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সেনার মুকুটে জুড়ল আরও একটি পালক। সফল উৎক্ষেপণ হয়েছে পৃথ্বী-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। অগ্নি-৫-এর পর সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২-এর পরীক্ষা করল ভারত। মঙ্গলবার ওড়িশার চাঁদিপুরের উপকূল থেকে পৃথ্বী-২-এর পরীক্ষাটি সম্পন্ন করা হয়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রটি নির্ভুল ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। কয়েকদিন আগেই চিন ও পাকিস্তানের ঘুম উড়িয়ে রাতের অন্ধকারে অগ্নি-৫-এর (Agni 5) পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করেছে ভারত। আর এর পর পৃথ্বী-২।

পৃথ্বী-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র…

এই পরীক্ষার পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতির মাধ্যমে বলা হয়েছে যে, “পৃথ্বী-২ হল একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ১০ জানুয়ারি, মঙ্গলবার ওড়িশার চাঁদিপুর উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল ভাবে উৎক্ষেপণ হয়েছে।” মন্ত্রকের তরফে আরও জানানো হয়, “পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র ভারতের পারমাণবিক শক্তির একটি অবিচ্ছেদ্য অংশ। এমতাবস্থায়, পরীক্ষায় এই ক্ষেপণাস্ত্রটি প্রায় নির্ভুল ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।” জানা গিয়েছে, এই পৃথ্বী-২ দেশীয় উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয়েছে ও এটি প্রায় ৫০০ কেজি পর্যন্ত পেলোড বহন করতে সক্ষম। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই উন্নতমানের ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। এটি ভারতের পৃথ্বী মিসাইল সিরিজের অংশ, যার মধ্যে রয়েছে পৃথ্বী-১, পৃথ্বী-২, পৃথ্বী-৩, ধানুশ। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র অনুযায়ী, প্রায় ৩৫০ কিলোমিটার দূরে থাকা শত্রুর ওপরে হামলা করতে পারদর্শী পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র।

আরও পড়ুন: অগ্নি-৫ এর পাল্লা বাড়িয়ে করা যেতে পারে ৭ হাজার কিমি!

চিন ও পাকিস্তানকে কড়া বার্তা

প্রসঙ্গত, গত বছরের জুন মাস নাগাদ ওড়িশার চাঁদিপুর থেকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২-র পরীক্ষা করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রটিও নির্ভুলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও ১৫ ডিসেম্বর ওড়িশা উপকূল থেকে ভারী পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এরও পরীক্ষা করা হয়। সেই পরীক্ষাও সফল হয়েছিল। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি হয়েছে অগ্নি-৫। ৫০০০ কিমি দূরে লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি বেজিং সহ চিনের মূল ভূখণ্ডের বেশিরভাগ শহরে পৌঁছে হামলা করতে সক্ষম। চিন ও পাকিস্তান সীমান্তে চলমান অচলাবস্থার মধ্যে ভারত ক্রমাগত তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা জোরদার করছে। ভারত চিন ও পাকিস্তানকে কড়া বার্তা দিতে চাইছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

Tags:

Prithvi II Missile

Prithvi II Ballistic Missile


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর