img

Follow us on

Saturday, May 18, 2024

Independence Day: দেশীয় প্রযুক্তিতে তৈরি কামানেই উদযাপন হবে আজাদি কা অমৃত মহোৎসব

তোপধ্বনি হবে ২১ বার...

img

এই সেই হাউইৎজার কামান। ফাইল ছবি

  2022-08-14 21:33:39

মাধ্যম নিউজ ডেস্ক: ফি বছর স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে হয় একুশবার তোপধ্বনি (Gun Salute)। এ বছরও হবে। এতদিন বিদেশে তৈরি কামানেই দাগা হত তোপ। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এবার পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। এবারও ১৫ অগাস্ট (15th August) স্বাধীনতা দিবসের কর্মসূচিতে দাগা হবে তোপ। এবারই প্রথমবার ওই তোপধ্বনি হবে ভারতে তৈরি হাউইৎজার (Howitzer) কামানে। প্রতিরক্ষা সচিব অজয় কুমার জানান, ঐতিহ্যবাহী ব্রিটিশ কামানের পাশাপাশি এবার ভারতে তৈরি হাউইৎজার কামানও ব্যবহার করা হবে তোপধ্বনিতে।

জানা গিয়েছে, ভারত সরকারের মেইড ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে তৈরি হয়েছে এই কামান। আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে দেশের প্রতিরক্ষা খাতকে আরও স্বাবলম্বী করে তুলতে চাইছে কেন্দ্র। ২০১৩ সালে ডিআরডিও-র আর্টিলারি গান সিস্টেম প্রকল্প শুরু হয়েছিল। পুরানো কামানের বদলে নয়া ১৫৫ মিলিমিটারের কামান নিয়ে আসার জন্য চালু করা হয়েছিল এই প্রকল্প। ভারত ফোর্জ লিমিটেড ও টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের সঙ্গে মিলে ডিআরডিও এই হাউইৎজার কামান তৈরি করে। ৪৮ কিমি দূর পর্যন্ত লক্ষ্য ভেদ করতে পারে এই কামান। স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় ভারতীয় সেনার গান স্যালুটে ব্যবহৃত হবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ওই কামান। অজয় কুমার জানান, ডিআরডিও-র পুণের আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টের একটি বিশেষ দল এই গান স্যালুট পরিচালনা করবে।

প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হাউইৎজার কামান বিশ্বের অন্যতম সেরা। অক্সিলারি পাওয়ার মোড, স্বয়ংক্রিয় নির্দেশ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা, ওয়্যারলেস স্টেট অব দ্য আর্ট কমিউনিকেশন সিস্টেমও রয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই কামান। এর মাধ্যমে যুদ্ধক্ষেত্রে মোতায়েন প্রতিটি এটিএজিএস বিশেষ প্রযুক্তির মাধ্যমে সংযোগ ও সমন্বয় বজায় রাখতে পারে। রাতের অন্ধকারেও যাতে শত্রুপক্ষকে খুঁজে বের করা যায়, সেজন্য প্রয়োজনীয় নাইট ভিশন প্রযুক্তিও রয়েছে এই কামানে। এককথায়, অনবদ্য এই কামানেই এবার উদযাপন হবে আজাদি কা অমৃত মহোৎসব।

 

Tags:

India

national news

Gun Salute

INDEPENDENCE DAY

Howitzer

  Howitzer on Independence Day

  home grown howitzer


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর