img

Follow us on

Saturday, May 18, 2024

India-China Border: আতঙ্কিত চিন! এবার প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে ভারতের যুদ্ধবিমান

সম্প্রতি একাধিকবার প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে উড়েছে চিনা ফাইটার জেট। এবার পাল্টা দিল ভারত

img

প্রতীকী ছবি

  2022-08-04 16:27:55

মাধ্যম নিউজ ডেস্ক: কোর কমান্ডার স্তরে বৈঠকের পরেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর মাঝেমাঝেই চক্কর কেটে চলেছে চিনা ফাইটার জেট (Chinese Fighter Jets)। সম্প্রতি একাধিকবার প্রকৃত নিয়ন্ত্রণরেখার (Line of Actual Control) কাছে প্ররোচনা দিয়ে চলেছে চিনা ফৌজ। ভারতীয় প্রতিরক্ষা (Indian defence) ব্যবস্থাকে মাপার জন্য বরাবর সক্রিয় চিন (China)। এবার তারই পাল্টা দিল ভারত (India)। পাল্টা প্রতিরোধ-ব্যবস্থা হিসেবে ওই এলাকায় ফাইটার জেট মোতায়েন করছে ভারতীয় বায়ুসেনা (Indian Airforce)। একেবারে সীমান্ত বরাবর যুদ্ধ বিমান ওড়াচ্ছে ভারত। তাতেই টনক নড়েছে চিনের। ভারতীয় বায়ুসেনার লাদাখ সেক্টরের মানোন্নয়ন নিয়ে অস্বস্তিতে রয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA)। এ নিয়ে আপত্তিও জানিয়েছে বেজিং (Beijing)।

সীমান্ত বরাবর নির্মাণ কাজেও গতি আনছে ভারত। প্রকাশিত খবর অনুযায়ী, গত কয়েকদিন ধরে লাদাখ সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে নির্মাণ কাজের জন্য সামগ্রী, সরঞ্জাম নিয়ে আসতে হেলিকপ্টার ব্যবহার করছে ভারত। এমনকি নির্মাণ কাজে শ্রমিক নিয়ে আসতেও কপ্টারের ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, ভারতীয় সীমান্তের মধ্যে কিন্তু LAC-এর খুব কাছে ড্রোন ব্যবহার করা হচ্ছে। আর তাতেই ঘুম উড়েছে চিনের। ভারতের এহেন কার্যকলাপে আপত্তি জানিয়ে বিবৃতি দিয়েছে চিন।

আরও পড়ুন: তাইওয়ানে পা রাখলেন ন্যান্সি, সমরসজ্জা শুরু চিন আমেরিকার?

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই বিষয়ে দুই দেশের মধ্যে সেনা কমান্ডার স্তরে আলোচনাও হয়েছে। জুন মাসের শেষের দিকে এলএসিতে চিনা বিমানকে উড়তে দেখা গিয়েছিল। এর বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিবাদ জানায় ভারত। ভারত এবং চিনের মধ্যে ১৬তম সামরিক স্তরের বৈঠকে ঠিক হয় যে, দুই দেশই সীমান্তের কাছে আকাশে যে কোনও কার্যকলাপ সম্পর্কে একে অপরকে অবহিত করবে। কিন্তু চিন তা লঙ্ঘন করে। তাই ভারতও জবাব দিতে প্রস্তুত। আগেই দিল্লির তরফে জানানো হয়েছিল, ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় কিন্তু কোনওভাবেই আর শান্তি ভিক্ষা করা হবে না।

আর কয়েকমাসের মধ্যেই শীত এসে যাবে। এই অবস্থায় ভারত এবং চিন দুই দেশই সীমান্তে পরিকাঠামো ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে। এক আধিকারিক জানিয়েছে, ভারত সীমান্তের কাছে রাস্তা এবং অন্য পরিকাঠামো নির্মাণ করছে। ফলে সেই কাজ শীতের আগেই শেষ করতে চায় ভারত। সেই লক্ষ্যেই কাজ চলছে। অন্যদিকে চিনের তরফে নানা কাজ চালানো হচ্ছে। ব্রিজ, রাস্তা সহ একাধিক কাজ চলছে। চিন যদি ভারতকে উপেক্ষা করে নিজেদের শক্ত করতে চায়, তাহলে সীমান্তে নিজেদের অধিকার বজায় রাখতে এতটুকু খামতি দেখাবে না দিল্লি, এমনই অভিমত কূটনীতিকদের।


Tags:

LAC

China Objects to Indian Air Activities near LAC

Road Development of India before Winter Sets In

India-China Relation

Indian Air Activities near LAC


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর