img

Follow us on

Sunday, Jun 02, 2024

Amit Shah: সুরজকুণ্ডে অমিত শাহের চিন্তন শিবিরে ডাক, যোগ দেবেন কি মমতা?

Surajkund Chintan Shivir: সরকারি চিন্তনে বৈপ্লবিক পরিবর্তন আনার পথেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

img

অমিত শাহের চিন্তন শিবির। ডাক পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  2022-10-15 17:19:54

মাধ্যম নিউজ ডেস্ক: অমিত শাহের (Amit Shah) চিন্তন শিবির (Chintan Shivir)। ডাক পেয়েছেন মমতা (Mamata) বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে নিজেই চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু যাবেন কি মমতা দেবী? অমিত শাহকে একবার তো রেগেমেগে হোঁদল-কুতকুত পর্যন্ত বলেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁরই সঙ্গে দুদিন ধরে চিন্তন শিবিরে যোগ দেবেন কিনা তা নিয়ে নবান্নে প্রশ্ন আছে। যদিও নবান্নর (Nabanna) সূত্র জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর কাছে এখন ইডি-সিবিআই হচ্ছে আসল শত্রু। তার জন্য যা করতে হয় তিনি করবেন। বিধানসভা ভোটের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) সঙ্গে একান্ত বৈঠক হয়েছে তাঁর। কিন্তু বার বার সময় চেয়েও অমিত শাহের ডাক পাননি তিনি। এবার সেই চিন্তন-ডাক এসেছে। তাই সুরজকুণ্ডে যাবেন মমতা-এমন আশা নবান্নের আমলাদের।

নবান্নর খবর, গত ৩০ সেপ্টেম্বর নর্থ ব্লকের চিঠি এসে পৌঁছয় নবান্নে। তাতে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দেশের সমস্ত রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রীদের নিয়ে একটি চিন্তন শিবিরের (Chintan Shivir) ডাক দিয়েছেন। হরিয়ানার ফরিদাবাদের সুরজকুণ্ডে আগামী ২৭-২৮ অক্টোবর এই শিবির বসবে। স্বরাষ্ট্র মন্ত্রীরা ছাড়াও প্রতিটি রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকেও চিন্তন শিবিরে যোগ দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: দোরগোড়ায় গুজরাট ভোট, রণকৌশল স্থির করতে বৈঠকে মোদি-শাহ

নবান্নের খবর, দুদিনে মোট সাতটি পর্বে চিন্তন শিবির (Chintan Shivir) চলবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠানে নিজের মতামত রাখবেন। দুদিনের সাতটি আলোচনা চক্রেই তিনি পৌরহিত্য করবেন। প্রতিটি চক্রে আবার তাঁর সঙ্গে সভাপতিত্বের আসনে বসবেন চারটি করে রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা গেলে তাঁকেও অন্তত একটি আলোচনায় অমিত শাহের সঙ্গে মঞ্চে বসতে দেখা দিতে পারে। মোট আটটি রাজ্য দেশের নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ পাবে। পশ্চিমবঙ্গ সেই সুযোগ পাবে কিনা স্পষ্ট নয়। 


কিন্তু চিন্তন হবে কি নিয়ে? 
স্বরাষ্ট্র কর্তারা জানাচ্ছেন, অগ্নি নির্বাপন থেকে হোমগার্ড, পুলিশ বাহিনীর আধুনিকীকরণ থেকে এনিমি প্রপার্টি, জেলখানা থেকে বিএডিপি, অভ্যন্তরীণ নিরাপত্তা থেকে মাদক চক্র সমস্ত বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খোলামেলা কথা বলার সুযোগ পাবেন দেশের সবকটি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। সুযোগ থাকবে একান্তে কথা বলারও। অমিত শাহ রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে নিবিড় বন্ধুত্ব করার জন্যই দু'রাত একসঙ্গে থাকবেন। এতদিন বিজেপি (BJP) রাজনৈতিক দল হিসাবে চিন্তন শিবির (Chintan Shivir) করে এসেছে। আরএসএসও  (RSS) এমন শিবির করে থাকে। কিন্তু এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চিন্তন শিবির। তাতে যোগ দেওয়ার আহ্বান সকলকেই। সরকারি চিন্তনে বৈপ্লবিক পরিবর্তন আনার পথেই এবার অমিত শাহ (Amit Shah)।

আরও পড়ুন: ‘হীরাবেনকে আক্রমণ করা হয়েছে, কারণ তিনি প্রধানমন্ত্রীর মা...’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Amit shah chintan Shivir

Surajkund chintan Shivir

Amit shah invites Mamata Banerjee


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর