img

Follow us on

Saturday, May 18, 2024

JEE Main Session 2 Result: জেইই মেইন সেশন ২- এর ফল প্রকাশ করেছে এনটিএ, স্কোর কার্ড কীভাবে ডাউনলোড করবেন?

এই বছর মেইনস সেশন ২ এর পরীক্ষা শুরু হয়েছিল ২৫ শে জুলাই এবং শেষ হয়েছে ৩০ শে জুলাই।

img

জেইই মেইন

  2022-08-08 17:49:42

মাধ্যম নিউজ ডেস্ক: জয়েন্ট এন্ট্রান্স মেইনের সিজন ২ (JEE Main Session 2) -এর ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। ফলাফল দেখা যাবে  এনটিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in -এ। পরীক্ষার ফলাফল দেখার জন্য শিক্ষার্থীদের তাদের অ্যাডমিট কার্ডে উল্লিখিত রেজিস্ট্রেশন নম্বরের (Registration Number) প্রয়োজন হবে।

আরও পড়ুন: কুয়েট ইউজি ফেজ ২ -এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত

এই বছর জেইই মেইন সেশন ২ এর পরীক্ষা শুরু হয়েছিল ২৫ শে জুলাই এবং শেষ হয়েছে ৩০ শে জুলাই। প্রায় ৬ লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষায় বসেছিলেন। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE) মেইন ২০২২ সেশন ২ এর উত্তরপত্র (Answar Key) ইতিমধ্যেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) প্রকাশ করেছে। রবিবার ৭ অগাস্ট সকাল ১০টায় ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করেছে এনটিএ। ওয়েব সাইট থেকে ডাউনলোড করতে পারবেন স্কোর কার্ডও। 

আরও পড়ুন: সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশিত, পাশের হার ৯৪.৪০%

কী করে ডাউনলোড করবেন স্কোর কার্ড  

  • প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ যান।
  • হোমপেজে ' JEE মেইন ফলাফল সেশন২' লিঙ্কে ক্লিক করুন।
  • জন্মের তারিখ ও  অ্যাপ্লিকেশন নং দিয়ে লগইন করুন।
  • আরও পড়ুন: আগামী বছর সিবিএসই বোর্ড পরীক্ষায় বসছেন? জেনে নিন এই বিষয়গুলি
    এরপর সাবমিটে বাটনে ক্লিক করুন।
  • আপনার ফলাফল স্ক্রিনে দেখা যাবে। 
  • ফলাফল এবং স্কোরকার্ড ভালো করে পরীক্ষা করুন।
  • প্রয়োজনে ফলাফল ডাউনলোড করে রাখুন ভবিষ্যতের জন্য।

আরও পড়ুন: ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কুয়েট পিজি, জানাল ইউজিসি 

ফল দেখতে কী তথ্য প্রয়োজন?

  • অ্যাপ্লিকেশন নম্বর
  • জন্মের তারিখ
  • পাসওয়ার্ড 

আইআইটি (IIT), এনআইটি (NIT) এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য প্রতি বছর জেইই-মেইন (JEE Main) পরীক্ষা নেয় এনটিএ। গত বছর কোভিড (Covid-19) পরিস্থিতিতে চারবার নেওয়া হয় এই পরীক্ষা। এবছরের পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। কিন্তু অন্য পরীক্ষার সময়সূচীতে সংঘাত ঘটায় পিছিয়ে দেওয়া হয় সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।  

 

 

Tags:

NTA

Result

JEE Main Session 2

Score Card


আরও খবর


খবরের মুভি