img

Follow us on

Sunday, May 19, 2024

IIT Madras: তানজানিয়ার জাঞ্জিবারে শুরু হচ্ছে আইআইটি মাদ্রাজের নতুন ক্যাম্পাস

আইআইটির প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাসে ক্লাস শুরু হবে অক্টোবর থেকে

img

প্রতীকী ছবি

  2023-07-10 16:14:31

মাধ্যম নিউজ ডেস্ক: নতুন পালক আইআইটি মাদ্রাজের (IIT Madras) মুকুটে। এবার বিদেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস তৈরি করতে চলেছে আইআইটি মাদ্রাজ (IIT Madras)। সোমবার সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন আইআইটি মাদ্রাজের ডিরেক্টর অধ্যাপক কামাকোটি। জানা গিয়েছে, তানজানিয়ার জাঞ্জিবার হতে চলেছে আইআইটি মাদ্রাজের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস।

কী বললেন আইআইটির ডিরেক্টর?

এদিন সংবাদ মাধ্যমকে আইআইটির ডিরেক্টর বলেন, ‘‘এটা আইআইটির ইতিহাসে অনেক বড় পাওনা যে তানজানিয়াতে আমরা নতুন ক্যাম্পাস শুরু করতে চলেছি।’’ কোন কোন বিষয়ে পাঠ সেখানে ছাত্ররা নিতে পারবেন? এই প্রশ্নের জবাবে আইআইটি মাদ্রাজের ডিরেক্টর বলেন, ‘‘এখনও পর্যন্ত ঠিক হয়েছে দুটি বিষয়ের ওপর পড়ুয়া সেখানে স্নাতক ও স্নাতকোত্তরের ডিগ্রি নিতে পারবেন। ডেটা সায়েন্স এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ওপর সেখানে কোর্স করানো হবে। ক্লাস শুরু হবে চলতি বছরের অক্টোবরে।’’

গত বুধবারই এবিষয়ে দুই দেশের মধ্যে মউ স্বাক্ষর হয়

বিদেশ মন্ত্রকের তরফে গত বুধবারই জানানো হয়, তানজানিয়ার আধা স্বয়ংশাসিত অঞ্চল জাঞ্জিবারে শুরু হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির নয়া ক্যাম্পাস। গত বুধবার তানজানিয়া সফরে ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর সঙ্গে এই বিষয়ে একটি মউ স্বাক্ষর করেন জাঞ্জিবারের প্রেসিডেন্ট হুসেন আলি মিনউইর। এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানায়, এই প্রথম ভারতের বাইরে জাঞ্জিবারে গড়ে উঠছে আইআইটি ক্যাম্পাস। যা আসলে ভারত এবং তানজানিয়ার দীর্ঘ সুসম্পর্কের ফল। বিবৃতিতে আরও জানানো হয়, এই বিষয়ে যৌথভাবে কাজ করবে জাঞ্জিবারের শিক্ষা মন্ত্রক এবং আইআইটি মাদ্রাজ।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

IIT Madras

zanzibar tanzania


আরও খবর


খবরের মুভি