img

Follow us on

Saturday, May 18, 2024

IIT Madras: সর্বাধিক প্লেসমেন্ট অফার পেয়ে রেকর্ড মাদ্রাজ আইআইটির, সর্বোচ্চ বেতন জানেন কত?

এই প্রতিষ্ঠানের যারা চাকরির জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে ৮০ শতাংশ পড়ুয়াই চাকরি পেয়েছেন এবছর।

img

আইআইটি মাদ্রাজ

  2022-08-09 08:15:15

মাধ্যম নিউজ ডেস্ক: পড়ুয়াদের চাকরি পাওয়ার বিষয়ে এক নতুন রেকর্ড গড়ে তুলল মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (​IIT Madras)। অর্থাৎ এবারের প্লেসমেন্টে সর্বাধিক সংখ্যায় চাকরি পেয়েছেন এই প্রতিষ্ঠানের  পড়ুয়ারা। অন্যদিকে বেতনের ক্ষেত্রেও রেকর্ড গড়ে তুলেছে আইআইটি মাদ্রাজ । বার্ষিক বেতনের সংখ্যা শুনলে আপনি চমকে যেতে বাধ্য হবেন।

২০২১-২২ ক্যাম্পাস প্লেসমেন্টের বিচারে এই প্রতিষ্ঠান থেকে মোট ৩৮০টি সংস্থা নিজেদের জন্য কর্মী সিলেক্ট করেছে। প্লেসমেন্টের প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে মোট ১১৯৯ জন চাকরি পেয়েছেন। এছাড়াও, গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ থেকে ২৩১টি প্রি-প্লেসমেন্ট অফার (পিপিও) দেওয়া হয়েছে, যার ফলে মোট চাকরি  প্রাপ্ত পড়ুয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩০-এ। ২০১৮-২০১৯ সালেও ১১৫১ জন চাকরি পেয়ে রেকর্ড গড়ে তুলেছিল। কিন্তু এবারে আগের সংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে এই সংস্থার পড়ুয়ারা।

আরও পড়ুন: স্কুলে যাতায়াতের মাধ্যম কী হওয়া উচিৎ? সমীক্ষা চালাল আইআইটি খড়গপুর

আরও জানা গিয়েছে ১৪ টি সংস্থা থেকে ৪৫ টি আন্তর্জাতিক চাকরির অফার দেওয়া হয়েছে, আর এই ক্ষেত্রেও এই সংখ্যা সর্বোচ্চ। আবার ১৯৯ টি চাকরি দেওয়ার কথা বলেছে ১৩১ টি স্টার্ট আপ সংস্থা। এছাড়া প্রতিষ্ঠানের মোট ৬১ জন এমবিএ পড়ুয়াও চাকরি পেয়েছেন এই বছরেই। এই প্রতিষ্ঠানের যারা চাকরির জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে ৮০ শতাংশ পড়ুয়াই চাকরি পেয়েছেন এবছর।

এই প্রতিষ্ঠানের পড়ুয়ারা চাকরি তো পেয়েছেন তবে এর পাশাপাশি তাদের বেতন শুনলেও আপনাদের চমকে যেতে হবে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে গড়ে প্রতি পড়ুয়ার বেতন ২১ লক্ষ ৪৮ হাজার টাকা। এর মধ্যে এক পড়ুয়ার সর্বোচ্চ বেতনের পরিমাণ দাঁড়িয়েছে, রেকর্ড ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার,  যা ভারতীয় মূল্যে বার্ষিক ১ কোটি ৯৮ লক্ষ টাকা।

আরও পড়ুন: উইকিপিডিয়ায় অনেক তথ্যই ভুল, নিজের স্কুলের নাম জানালেন সুন্দর পিচাই

পড়ুয়াদের সাফল্য দেখে আইআইটি মাদ্রাজের প্লেসমেন্টের বিদায়ী পরামর্শক সিএস শঙ্কর রাম (Prof CS Shankar Ram) বলেছেন, ‘‘এই প্লেসমেন্ট দেখে এই প্রমাণিত হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান কতটা ও কীভাবে পড়ুয়াদের তৈরি করে। আমরা আনন্দিত যে আমাদের ছাত্ররা ২০২১-২২-এর শিক্ষাবর্ষে অত্যন্ত ভাল ফল করেছে ও প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি পরিমাণে চাকরির অফার এসেছে।’’ তিনি পরে প্রতিষ্ঠানের প্লেসমেন্ট টিমকে তাদের চেষ্টার জন্যে ধন্যবাদ জানিয়েছেন। জানা গিয়েছে Glean, Micron Technologies, Honda R&D, Cohesity, Da Vinci Derivatives, Accenture Japan, Hilabs Inc., Quantbox Research, MediaTek, Money Forward, Rubrik, Termgrid এবং Uber এইসব সংস্থা থেকে আন্তর্জাতিক অফার এসেছে।

Tags:

IIT Madras

Highest Job


আরও খবর


খবরের মুভি