img

Follow us on

Saturday, May 11, 2024

GATE 2023: গেট ২০২৩- এর বিজ্ঞপ্তি জারি আইআইটি কানপুরের 

বিভিন্ন সরকারি চাকরির নিয়োগেও গেট পরীক্ষার নম্বরকে মান্যতা দেওয়া হয়ে থাকে।

img

আইআইটি কানপুর

  2022-08-19 19:29:57

মাধ্যম নিউজ ডেস্ক: গেট ২০২৩ পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তি জারি করেছে আইআইটি কানপুর। স্নাতকোত্তর কোর্স (মাস্টার্স/ ডক্টরেট), সরকারি স্কলারশিপ, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচারে অ্যাসিসট্যান্টশিপ এছাড়া সায়েন্স, কমার্সের বিভিন্ন শাখায় পড়ার সুযোগ পাওয়া যাবে এই গেট পরীক্ষায় পাশ করার পরে। এছাড়া বিভিন্ন সরকারি চাকরির নিয়োগেও গেট পরীক্ষার নম্বরকে মান্যতা দেওয়া হয়ে থাকে। 
দেশে বেছে বেছে কিছু শহরে নেওয়া হবে এই পরীক্ষা। এই ক্ষেত্রে গোটা দেশকে আটটি জোনে ভাগ করা হয়েছে। 

আরও পড়ুন: পড়ুয়ারা পড়বে দেশের সেনা জওয়ানদের বীরত্বের কাহিনী, জানালেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 

যে শাখাগুলিতে পরীক্ষা নেওয়া হবে সুগুলি হল, এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়োরমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইকোলজি অ্যান্ড ইভোলিউশন, জিওম্যাটিক ইঞ্জিনিয়ারিং, জিওলজি অ্যান্ড জিওফিজিক্স, ইন্সট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ম্যাথেমেটিক্স, মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, ন্যাভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, স্ট্যাটিস্টিক্স, টেক্টাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফাইবার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স। 

আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত 

আবেদন পত্র জমা নেওয়ার তারিখ: আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০২২ সালের ৩০ অগাস্ট, শেষ হবে ২০২২ সালের ৭ অক্টোবর। 

GATE পরীক্ষায় (GATE 2022) সফল প্রার্থীরা দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে MTech কোর্স করার সুযোগ পান। শুধু তা-ই নয়, দেশের কিছু নামকরা কোম্পানি তাদের GATE স্কোরের (PSU চাকরি) ভিত্তিতে প্রার্থী নির্বাচন করে। 

চলতি বছর গেট ২০২২ পরীক্ষার আয়োজনের দ্বায়িত্বে ছিল আইআইটি খড়গপুর। তাই, গেট পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্নও আইআইটি খড়গপুর থেকে প্রকাশ করা হয়েছিল। এবার তা প্রকাশ করবে আইআইটি কানপুর (IIT Kanpur)। 

 

 

Tags:

GATE 2023

Mtech

IIT Kanpur


আরও খবর


খবরের মুভি