img

Follow us on

Thursday, May 16, 2024

ICSE 10th Result: আইসিএসই-র দশম শ্রেণীর ফল প্রকাশ, ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা

কীভাবে রেজাল্ট দেখবেন, বিস্তারিত জানুন...

img

প্রতীকী ছবি

  2022-07-17 20:11:59

মাধ্যম নিউজ ডেস্ক: সিআইএসসিই (Council For The Indian School Certificate Examinations) অবশেষে আইসিএসই-র দশম শ্রেণীর ফল ঘোষণা করে। রবিবার ঠিক বিকেল ৫টার সময় বের হয় আইসিএসই-র ফল। সিআইএসসিই-র (CISCE) অফিসিয়াল ওয়েবসাইট cisce.org থেকে দেখা যাচ্ছে পরীক্ষার ফল। ওয়েবসাইটের পাশাপাশি ০৯২৪৮০৮২৮৮ নম্বরে মেসেজ করেও এসএমএসেও জানা যাচ্ছে ফল। আইসিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, এবারে পাশের হার ৯৯.৯৭ শতাংশ।

বোর্ডের তরফে জানানো হয়েছে, যারা তাদের পরীক্ষার মার্কসে খুশী না, তারা রিচেক করানোর জন্য আবেদন করতে পারবে। এর জন্য তারিখও ঘোষণা করে দিয়েছে বোর্ড। ১৭ জুলাই অর্থাৎ আজ থেকে ২০২২-এর ২৩ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে আবেদন করার জন্য। প্রতিটি পেপার রিচেক করার জন্যে ১০০০ টাকা ধার্য করা হয়েছে।

আরও পড়ুন: প্রকাশিত হল জেইই মেইন- এর ফল, জানুন বিস্তারিত

সারা দেশের মধ্যে মোট চার জন ছাত্র প্রথম স্থান অধিকার করেছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৯৯.৮ শতাংশ। হরগুন কৌর মাথারু (Hargun Kaur Matharu), আনিকা গুপ্তা, পুষ্কর ত্রিপাঠী, কণিষ্কা মিত্তল এই চারজন প্রথম স্থানাধীকারি। এই চারজনের মধ্যে তিনজনই আবার উত্তর প্রদেশের বাসিন্দা। তালিকায় উত্তরপ্রদেশের কানপুরের শিলিং হাউস থেকে আনিকা গুপ্তা (Anika Gupta), যীশু অ্যান্ড মেরি স্কুল, বলরামপুরের পুষ্কর ত্রিপাঠী (Pushkar Tripathi) এবং লখনউ থেকে (Kanishka Mittal পেয়েছেন সর্বোচ্চ নম্বর। অন্যদিকে মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ৩৪ জন পড়ুয়া। তাঁরা ৯৯.৬ শতাংশ নম্বর পেয়েছেন। এবারে মোট ২৩১,০৬৩ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন। মেধা তালিকায় প্রথমে দশে রয়েছেন ১১০ জন। তারমধ্যে ১৭ জন বাংলার পড়ুয়া।

এবারে ছেলে পরীক্ষার্থীদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীদের সংখ্যাই বেশি। এমনকি মেয়েদের রেজাল্ট ছেলেদের রেজাল্টের তুনলায় অনেকগুণ ভালো। প্রসঙ্গত, এই প্রথম যে, আইসিএসই-র পরীক্ষা দুটি সেমেস্টারে ভাগ করে হয়। প্রথম সেমিস্টার হয়েছিল ২০২১ -এর নভেম্বর-ডিসেম্বর মাসে আর দ্বিতীয় সেমেস্টার হয়েছিল এপ্রিল-মে মাসে।

আরও পড়ুন: মাধ্যমিকে টেনেটুনে পাশ, সেই ছেলেই এখন আইএএস অফিসার!

 

 

Tags:

ICSE

ICSE 10th Result


আরও খবর


খবরের মুভি