International Yoga Day: সিয়াচেন থেকে সমুদ্র! ‘যোগ ভারতমালা’-য় গোটা দেশকে জুড়ল সেনা

আজ ২১ জুন। ২০১৪ সালে আজকের দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করার প্রস্তাব রাষ্ট্রসংঘে রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেই থেকে প্রতি বছর এই দিনটিকে মহা ধুমধামের সঙ্গে বিশ্বব্যাপী পালন করা হচ্ছে। এবছর নবম বর্ষ পালিত হচ্ছে।

প্রতি বছরই এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করে এদেশের সেনাবাহিনী।

এবছরও তার অন্যথা হয়নি। সম্প্রীতি এবং শান্তির জন্য যোগব্যায়াম— এই বার্তাকে সামনে রেখে এবছর দেশের ১০৬টি জায়গায় একযোগে যোগ-অভ্যাস পালন করল ভারতীয় সেনা।

চিন-সীমান্ত থেকে পাকিস্তান সীমান্ত- সর্বত্র যোগব্যায়াম দিবস পালন করেছে সেনা।

উত্তরে সিয়াচেন হিমবাহ ও লাদাখ থেকে দক্ষিণের ইন্দিরা পয়েন্ট, পূর্বে অরুণাচলের প্রত্যন্ত অঞ্চল থেকে পশ্চিমে কচ্ছ ও থার— সর্বত্র ভারতীয় সেনা বিপুল উৎসাহ নিয়ে পালন করল আন্তর্জাতিক যোগ দিবস।
