Delhi Flood: ফের বিপদসীমার উপরে যমুনার জল, আতঙ্কে দিল্লিবাসী

প্রতিবেশী রাজ্যগুলিতে নতুন বৃষ্টিপাতের কারণে দিল্লির যমুনা নদী ২০৫.৪৮ মিটারে প্রবাহিত হয়ে আবার বিপদ সীমা অতিক্রম করেছে।

গত কয়েকদিন ধরে দিল্লিতে রেকর্ড হারে বৃষ্টিপাত হয়েছে। তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়তে শুরু করে যমুনা নদীর জলস্তর। এর প্রভাব পড়েছে বন্যা দুর্গতদের উদ্ধার কাজে।

আতঙ্কের প্রহর গুণছে রাজধানী। নদী সংলগ্ন নীচু এলাকায় সবচেয়ে বেশি বিপদের আশঙ্কা। আবারও জারি করা হয়েছে সতর্কতা। এর মধ্যেই চলছে উদ্ধার কাজ। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ পরিস্থিতি খতিয়ে দেখন।

গত সপ্তাহেই যমুনা নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করে ২০৮ মিটার ছাড়িয়ে গিয়েছিল। প্লাবিত হয়েছিল লালকেল্লা। তাজমহলের দেওয়াল স্পর্শ করেছিল যমুনার জল।

শনিবার সকালে যমুনার জল বিপদসীমার (২০৫.২৯) সামন্য নীচে নামে। যমুনার জলের বিপদসীমা ২০৫.৩৩ মিটার।
