img

Follow us on

Wednesday, May 08, 2024

Sandeep Singh: যৌন হয়রানির অভিযোগ মহিলা কোচের, পদত্যাগ করলেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী

সন্দীপ তাঁকে একটি জিমে দেখেছিলেন...

img

ফাইল ছবি।

  2023-01-01 14:08:20

মাধ্যম নিউজ ডেস্ক: পদত্যাগ করলেন হরিয়ানার (Haryana) ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং (Sandeep Singh)। তাঁর দাবি, তাঁর ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা চলছে। এদিকে, সন্দীপের বিরুদ্ধে এদিন চণ্ডীগড় থানায় যৌন হয়রানি (Sexual Harassment), ভয় দেখানো এবং আটকে রাখার অভিযোগ দায়ের হয়েছে। এর ঠিক একদিন আগেই সন্দীপের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন মহিলা জুনিয়র কোচ। তার পরিপ্রেক্ষিতেই এদিন মন্ত্রিত্বে ইস্তফা দেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী।

অভিযোগ অস্বীকার...

তাঁর বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সন্দীপ। তিনি বলেন, আমার ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা চলছে। আমি আশা করি, আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, তদন্তে তা প্রমাণ হবে। আমি ক্রীড়া দফতরের দায়িত্ব মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছি। যতদিন না তদন্ত রিপোর্টে আমি নির্দোষ প্রমাণিত হচ্ছি, ততদিন পর্যন্ত মন্ত্রিত্বে ফিরব না। এদিকে, ওই মহিলা কোচ বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের অফিসে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানান, মনোহরলাল খট্টর সরকার এখনই যেন সন্দীপকে (Sandeep Singh) মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন। অভিযোগের সত্যতা প্রমাণ করতে বিশেষ তদন্তকারী দল নিয়োগ করেন। কেবল ওই মহিলা কোচই নন, প্রায় একই দাবি করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা। অভিযোগ প্রমাণে তদন্তের দাবি তুলেছেন তিনিও।

আরও পড়ুন: 'বাবার মৃত্যুর সময়ও কর্তব্যে অবিচল ছিলেন মোদি', স্মৃতির সাগরে ডুব ভিএইচপি নেতার

ওই মহিলা কোচের দাবি, সন্দীপ তাঁকে একটি জিমে দেখেছিলেন। তারপর ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তার পর থেকে মন্ত্রী তাঁর সঙ্গে নানাভাবে সাক্ষাৎ করার চেষ্টা করেন। ওই মহিলা কোচ বলেন, তিনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলেন। বলেছিলেন, আমার ন্যাশনাল গেমস সার্টিফিকেট বকেয়া রয়েছে। এই কারণে তিনি আমার সঙ্গে দেখা করতে চান। তিনি বলেন, শেষমেশ আমি তাঁর বাড়ি কাম ক্যাম্প অফিসে তাঁর (Sandeep Singh) সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হই। সেখানে অন্যান্য নথিপত্রও নিয়ে যাই। তাঁর অভিযোগ, সেখানে যাওয়ার পরেই মন্ত্রী তাঁকে যৌন হেনস্থা করেন। প্রসঙ্গত, সন্দীপ সিং বিজেপি বিধায়ক। তিনি কুরুক্ষেত্রের পেহা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তিনি একজন পেশাদার হকি খেলোয়াড়ও। ভারতীয় হকি দলের অধিনায়কও ছিলেন তিনি। ২০১৮ সালে তাঁর একটি বায়োপিক রিলিজ হয়। নাম ছিল ‘সুরমা’।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Tags:

Bengali news

Haryana

Sexual Harassment

Sandeep Singh

Haryana sports minister


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর