img

Follow us on

Friday, May 17, 2024

VHP: 'বাবার মৃত্যুর সময়ও কর্তব্যে অবিচল ছিলেন মোদি', স্মৃতির সাগরে ডুব ভিএইচপি নেতার

আমরা ভেবেছিলাম, বাবা মারা গিয়েছেন, তাই মোদি আর...

img

মায়ের শেষকৃত্যে প্রধানমন্ত্রী। ফাইল ছবি।

  2023-01-01 11:46:32

মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার ভোরে প্রয়াত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মা হীরাবেন। খবর পেয়েই ছুটেছেন গুজরাটের (Gujarat) গান্ধীনগরের গাঁয়ে, যেখানে তাঁর ভাইয়ের সঙ্গে থাকতেন মা। মায়ের শেষকৃত্যে যোগ দেন প্রধানমন্ত্রী। শোক সামলে এদিনই পূর্ব নির্ধারিত নানা কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। দিনভর কর্তব্যে ছিলেন অবিচল। বাবা মারা যাওয়ার সময়ও ঠিক এমনটাই করেছিলেন নরেন্দ্র মোদি। স্মৃতিচারণায় এ কথা জানান বিশ্ব হিন্দু পরিষদের (VHP) এক নেতা।

বিশ্ব হিন্দু পরিষদ...

বিশ্ব হিন্দু পরিষদের (VHP) সাধারণ সম্পাদক দিলীপ ত্রিবেদী বলেন, ১৯৮৯ সালে প্রয়াত হন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা। এই শুক্রবারের মতো সেবারও বাবার শেষকৃত্যে যোগ দিয়েই দ্রুত চলে যান পূর্ব নির্ধারিত এক বৈঠকে। তিনি বলেন, সেদিন আহমেদাবাদে এক গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। আমরা শুনলাম নরেন্দ্র মোদির বাবা মারা গিয়েছেন। তিনি ভাটনগরে চলে গিয়েছেন। আমরা ভেবেছিলাম, বাবা মারা গিয়েছেন, তাই মোদি আর ওই বৈঠকে যোগ দিতে পারবেন না। কিন্তু সেদিন দুপুরেই বৈঠকে যোগ দিতে এসেছিলেন তিনি। বাবার মৃত্যুর শোক সামলে তিনি কীভাবে বৈঠকে যোগ দিলেন, তা ভেবে আমরা অবাক হয়েছিলাম।

আরও পড়ুন: শেষযাত্রায় মায়ের দেহ নিজের কাঁধে তুলে নিলেন, মুখাগ্নি করলেন মোদি

ফের স্মৃতির সাগরে ডুব দিলেন বিশ্ব হিন্দু পরিষদের (VHP) এই নেতা। তিনি বলেন, বৈঠকের পর মোদির সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছিলেন, পার্টির প্রতি তাঁর কর্তব্যও পালন করার ছিল। দিলীপ বলেন, বৈঠকের পর আমি নিজে মোদিকে জিজ্ঞাসা করেছিলাম, এরকম পরিস্থিতিতে কীভাবে আপনি বৈঠকে যোগ দিলেন। মোদি জানিয়েছিলেন, শেষকৃত্য শেষ হওয়ার পরই তিনি বৈঠকে যোগ দিয়েছিলেন। তিনি এও বলেছিলেন, পার্টির প্রতি তাঁর একটা দায়িত্ব রয়েছে। তাঁর সেই দায়িত্বও পালন করা প্রয়োজন ছিল। বিশ্ব হিন্দু পরিষদের ওই নেতা বলেন, পার্টি কর্মীদের কাছে এটা একটি অনুপ্রেরণামূলক মুহূর্ত। আমরা শিখেছিলাম, দায়িত্বের প্রতি আমাদের কেমন করে দায়বদ্ধ থাকতে হয়।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে মাতৃবিয়োগ হয় প্রধানমন্ত্রীর। এদিনই বেলা সাড়ে ১১টায় হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করার কথা ছিল তাঁর। সেই মতো এদিন নির্দিষ্ট সময়েই ভার্চুয়ালি সবুজ পতাকা নেড়ে সূচনা করেন সেমি হাইস্পিড ওই ট্রেনের যাত্রার। তার আগে প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন মায়ের শেষকৃত্যে। শোক সামলে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করার পর প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচিতেই।

 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Tags:

Narendra Modi

PM Modi

Bengali news

vhp


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর