img

Follow us on

Wednesday, May 01, 2024

Aadhaar PAN Linking: আজই করে নিন প্যান-আধার লিঙ্ক, নয়তো দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা!

Aadhaar PAN Linking: শেষ তারিখ ৩১ মার্চ, কীভাবে লিঙ্ক করবেন, জানুন...

img

প্রতীকী ছবি

  2023-03-09 15:43:03

মাধ্যম নিউজ ডেস্ক: এগিয়ে আসছে আধার-প্যান লিঙ্ক করার ডেডলাইন (Aadhaar PAN Linking)। প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। আগামী ৩১ মার্চের মধ্যে তা না করলে প্যান কার্ড অকেজো হয়ে যাবে বলে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। বেশ কিছু পরিষেবা পাওয়ার জন্য এই প্যান-আধার লিঙ্কিং বাধ্যতামূলক করেছে সরকার। সম্প্রতি আয়কর দফতর ঘোষণা করেছে, প্যানের সঙ্গে আধারের লিঙ্ক বাধ্যতামূলক। যারা এখনও তা করেননি তা তাঁরা করে ফেলুন। আগামী ৩১ মার্চের আগে ওই কাজ শেষ না করলে ১ এপ্রিল থেকে প্যান কার্ড অবৈধ বলে বিবেচিত হবে।

লিঙ্ক করতে দিতে হবে টাকা!

প্রসঙ্গত, এর আগে আধার-প্যান লিঙ্কিংয়ের ডেডলাইন ছিল ২০২২ সালের ৩১ মার্চ। পরে তা বাড়িয়ে ২০২৩ সালের ৩১ মার্চ করা হল। তবে এখন আধার ও প্যান লিঙ্ক করাতে হলে ১০০০ টাকা ফি জমা দিতে হচ্ছে জনগণকে। প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক না হলে আয়কর রিটার্ন ফাইল করা যাবে না। আর এই সময়েও যাঁরা আধার ও প্যান লিঙ্ক করবেন না তাঁদের ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

কীভাবে প্যান-আধার লিঙ্ক করবেন?

আয়কর দফতরের ওয়েবসাইট incometaxindiaefiling.gov.in-এ যেতে হবে।

হোম পেজে ‘Link Aadhaar’ সেকশনে যেতে হবে।

একটি নতুন উইন্ডো আসবে, আপনার আধার বিবরণ, প্যান এবং মোবাইল নম্বর লিখুন।

‘I validate my Aadhar details’ অপশনটি বেছে নিন।

আপনি আপনার নিবন্ধিত ফোন নম্বরে একটি OTP পাবেন।

এটি পূরণ করুন এবং ‘Validate’ এ ক্লিক করুন।

জরিমানা দেওয়ার পরে আপনার প্যান আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা হবে।

আরও পড়ুন: ‘সীমান্তে প্ররোচনা সৃষ্টির চেষ্টা করলে যোগ্য জবাব দেবে মোদির ভারত’, দাবি মার্কিন রিপোর্ট

প্যান-আধার লিঙ্ক না করলে কী হবে?

১)আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করলে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) ফাইল করতে পারবেন না।

২) আপনার প্যান কার্ডের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক না করা থাকে, তাহলে আপনি একাধিক সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ভর্তুকি পাওয়া, পাসপোর্টের জন্য আবেদন করা এবং সর্বোপরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা।

৩) আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকলে আপনি নতুন প্যান কার্ডও পাবেন না।

৪) প্যান কার্ডের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক না করা থাকে, তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করতে হতে পারে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

PAN Card

aadhaar card

Aadhaar PAN Linking


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর