img

Follow us on

Monday, May 20, 2024

Kuno Cheetah: আফ্রিকার চিতার ভারতে প্রথম শিকার কে?

কুনো জাতীয় উদ্যানে দুই চিতা

  2022-11-07 19:36:46

ওরা কি পারবে? সুদূর আফ্রিকার মাটি থেকে ভারতে এসে খাপ খাওয়াতে পারবে এখানের জলবায়ুর সঙ্গে? প্রশ্ন ছিল হাজার। সেই সব প্রশ্নেরই উত্তর মিলছে। আর তার সবকটাই আশা জাগাচ্ছে। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্ক থেকে গতকাল যে দুটো চিতাকে জঙ্গলের মধ্যে ছাড়া হয়েছিল, তারা আজ প্রথম শিকার করল ভারতের মাটিতে। একটি চিতল শিকার করেছে দুটি চিতায়। বন দফতর এই ছবিটি সামনে এনেছে। আর তারপরই খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে সর্বত্র। 

গতকাল রবিবারই চিতা দুটিকে জঙ্গলে ছাড়া হয়। সেই ভিডিও শেয়ার করেন খোদ প্রধানমন্ত্রী। দেখা যায়, ঘেরা পরিবেশ থেকে জঙ্গলের মধ্যে ছুটে যাচ্ছে চিতা দুটি। সেখানে শম্বর, হরিণের পিছু ছুটতেও দেখা গেছে তাদের। ভারতের মাটিতে কীভাবে তারা অভ্যস্ত হয়ে ওঠে, তা নিয়ে চিন্তায় ছিল বন দফতর। তাই তারা নিজারেই শিকার ধরতে পারায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিশেষজ্ঞরা। বন আধিকারিকদের মতে, চিতাগুলিকে নিয়ে আর সমস্যা হওয়ার কথা নয়। তবে শিকার ধরতে যদি অসুবিধা হয়, তাহলে তাদের খাবারের ব্যবস্থা করা হবে। 

১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে ভারতে আনা হয় ৮টি চিতা। দেশ থেকে হারিয়ে যাওয়া এই বিলুপ্ত প্রজাতিটিকে ভারতের মাটিতে আনার উদ্যোগ নেওয়া হয় প্রধানমন্ত্রীর দফতর থেকে। প্রধানমন্ত্রী নিজেই সেদিন চিতাগুলিকে কুনো ন্যাশনাল পার্কে ছাড়েন। এতদিন ধরে এখানেই তাদের পরিচর্যা করা হচ্ছিল। ভারতের আবহাওয়ার সঙ্গে তারা কতটা খাপ খাওয়াতে পারে, নজর দেওয়া হচ্ছিল সেদিকেও। আর তারই অঙ্গ হিসেবে গতকাল দুটি চিতাকে ছাড়া হয় গভীর জঙ্গলে। নিজেরাই শিকার ধরতে পারছে কিনা, সেদিকে নজর রাখা হয়। তারা সফল হলে, বাকিদেরও ছাড়া হবে। তবে সেটা কবে তা এখনও ঠিক হয়নি।

Tags:

Cheetah

Kuno National Park

Cheetah in India

Kuno Cheetahs first hunt

Kuno Cheetahs

kuno national park cheetah

cheetah in kuno

cheetah in kuno national park

namibia cheetah

kuno national park madhya pradesh

cheetah project

cheetah back to india

cheetahs

namibia cheetah in india

african cheetah in india

cheetah coming in kuno national park

african cheetah

cheetahs in india

cheetah reintroduction in india

kuno palpur national park

pm modi cheetah

kuno national park animals


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর