img

Follow us on

Monday, May 20, 2024

MODI 8 Years: আট বছরের খতিয়ান, সঙ্গে নতুন স্লোগান

WhatsApp_Image_2022-05-28_at_756.59_PM

  2022-05-30 07:18:00

সরকারের আট বছরের খতিয়ান দিলেন প্রধানমন্ত্রী। তবে "কি করেছি?" সেই সোজা পথে হাঁটলেন না নরেন্দ্র মোদি। নিজস্ব স্টাইলে জানিয়ে দিলেন, "৮ বছরে এমন কিছু করিনি, যাতে লজ্জায় মাথা নীচু করতে হয়।" ইঙ্গিত স্পষ্ট, আট বছর আগের কংগ্রেস সরকার এবং দল। এনডিএ সরকারের আট বছর পূর্তি উপলক্ষে গুজরাতের এক সভায় বলছিলেন মোদি। 

গুজরাটেও তার দলের সরকার। সেই কারণেই সঙ্গে জুড়ে দিলেন, রাজ্যে কেন্দ্রে একই দলের সরকারের তত্ব। যা বিজেপির কেন্দ্রীয় নীতিও বটে। তবে আরও একবার জানিয়ে দিলেন, মহাত্মা গান্ধির প্রকৃত উত্তরাধিকারী হিসেবে কাজ করছে বর্তমান সরকার। তিনি বলেন মহাত্মা গান্ধী (Mahatma Gandhi), সর্দার বল্লভভাই প্যাটেলের (Sardar Ballavbhai Patel) স্বপ্ন পূরণে কাজ করেছে তাঁর সরকার। তিনি বলেন, "বাপু চাইতেন গরিব, দলিত, মহিলা, আদিবাসীদের ক্ষমতায়ন। যেখানে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য পরিষেবা পাওয়া তাঁদের অধিকার। তিনি বলেন, আট বছরে তাঁর সরকার এই কাজই করেছে। 

২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে আট বছর পূর্ণ করেছেন নরেন্দ্র মোদি। এদিন গুজরাতের রাজকোট জেলার আটকোট শহরে ২০০ শয্যার একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালের উদ্বোধনের পর এক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। ওই সভাতেই তাঁর আট বছরের প্রধানমন্ত্রীত্বে কী কী কাজ করেছেন, তার ফিরিস্তি দেন। সঙ্গে যুক্ত করেন শুধু পরিসংখ্যানের জন্য পরিসংখ্যান নয় এই তথ্য বিজেপি নেতৃত্বে এনডিএ সরকারের অঙ্গীকারের প্রমাণপত্র।

তবে দ্বিতীয় বিজেপি সরকারের স্লোগানেও কিঞ্চিত বদল এনেছেন এই সভা থেকে। "‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের সঙ্গে যুক্ত করেছেন সব কা প্রয়াস। অর্থাৎ সকলের চেষ্টা। একা সরকার একা দল একা মোদি নন দেশের সকলে চাইলেই দেশের উন্নয়নে নতুন দিক নির্দেশ সফল হবে। 

Tags:

congress

Mahatma Gandhi

Modi

NDA Govt

8 Yrs of BJP Govt

Sardar Vallabhbhai Patel

2nd Term of PM Modi


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর