img

Follow us on

Monday, May 20, 2024

Farmani Naaz: ফরমানির শিব ভজনে মজে কানওয়ার যাত্রা

WhatsApp_Image_2022-08-03_at_724.37_PM

  2022-08-03 19:47:31

গানটা শুনুন। আপনাকে বলতে হবে, গায়িকার নাম কি?

ফারমানি নাজের নাম এখন কানওয়ার যাত্রীদের মুখে মুখে ফিরছে। এই শিব বন্দনার তালে তালে পা ফেলে শ্রাবণ-সোমবারে মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছেন পূণ্যার্থীরা। তাঁর গাওয়া শিব-ভজন বাজছে সমস্ত আখড়া, আর চটিতে।
কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায়। বেশ কিছু উলেমা ফারমানি নাজের গানে বেজায় চটেছেন। তাঁরা ফতোয়া দিয়েছেন, শিবভজন গাইবার জন্য আল্লার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে ফারমানি নাজকে।
৩০ বছরের ফারমানি নাজ, একজন গায়িকা। তিনি যেমন নাজিম গান তেমনই ভজনও গান। যখন যে গান চলে সেটাই গলায় তুলে নেন। নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেন। যারা ফারমানির গান ভালবাসেন তাঁরা শোনেন। আপাতত ফারমানির ফলোয়ারের সংখ্যা প্রায় ৪ লক্ষ ছুঁই ছুঁই। 
গত ২৩ জুলাই তিনি শিব শম্ভু ভজনটি পোস্ট করেন তাঁর ইউটিউবে, ক'দিনের মধ্যেই ভিউ নয় লক্ষ বিশ হাজার ছাড়িয়ে যায়। শিব ভক্তদের মধ্যে তো বটেই। গানটি ছড়িয়ে যায় আপামর সঙ্গীতপ্রেমী মানুষের মধ্যে।

এরপরই আসে ফতোয়া। মুফতি আসাদ কাসমি নামে এক উলেমা জানান
"ইসলাম মেনে চললে আপনি কোন ধরনের গান গাইতে পারেন না। মুসলিম হওয়া সত্ত্বেও নাজ ভজন গাইছেন। তার উচিত আল্লার কাছে ক্ষমা চাওয়া।" 
মুফতি আসাদ কাসমি, উলেমা

অন্য আরেক মৌলনা ইশহাক গোরা অবশ্য বলেছেন,
"ইসলাম আমাদের অন্য ধর্মের ভজন গাইতে দেয় না। এটা শরিয়তের পাশাপাশি ইসলামের মৌলিক নীতির বিরোধী। কিন্তু আমরা গণতন্ত্রে বাস করি। প্রত্যেকের নিজের পছন্দ মতো কাজ করার অধিকার আছে," 

ফারমানি নাজ অবশ্য এই ফতোয়ায় ভয় পাননি। তাঁর বক্তব্য পরিস্কার সঙ্গীতের কোন ধর্ম হয় না। সুরের কোন জাত নেই।
মুজফফরনগরের বছর ত্রিশের মেয়ে ফারমানি ইন্ডিয়ান আইডলে ২০২১ সিজিনে গোল্ডেন টিকিট পেয়েও অংশ নিতে পারেননি। কারণ তাঁর চার বছরের ছেলের ভোক্যাল কর্ডে একটা জটিল অপারেশন করাতে হয়েছিল। ফারমানির কণ্ঠ শুনে তাঁকে সঙ্গে নিয়ে ডুয়েট গেয়েছেন কুমার শানু। 

২০১৭ সালে বিয়ে হয়েছিল ফারমিনের। কিন্তু সন্তান জন্মের পরই স্বামী দ্বিতীয় বিবাহ করেন। ফারমানি অসুস্থ বাচ্চাকে নিয়ে চলে আসেন তাঁর মা বাবার কাছে। ফারমানি বলেন, সেদিন তো কোন মৌলানা উলেমা তো আমার পাশে দাঁড়াননি। আজ যখন  গান গাইছি তখন কেন ধর্মের ফতোয়া?

ফারমানি জানিয়েছেন, ঈশ্বর তাঁর গলায় সুর দিয়েছেন। সেই গান-সুর দিয়েই তিনি রোজগার করেন। ছেলের চিকিৎসার জন্যই তাঁর অর্থের প্রয়োজন। 
ফারমানি সব ধরণের গানেই সাবলীল। গজল ভজন নাজিম সব। তাঁর কাছে সুরই আল্লা সুরই ঈশ্বর। 

#Bhura_dholak #ashu_bachchan #farmani_naaz #Bhajan 

Siva Sambhu, summon, Moulana, Ulema, Deoband, 

Tags:

Deoband

Summon

Siva Shambhu

Moulana

Ulema

farmani naaz

singer farmani naaz

farmani naaz har har shambhu

who is farmani naaz

farmani naaz song controversy

farmani naaz song

farmani naaz singer song

farmani naaz singer

farmani naaz singer indian idol

latest news farmani naaz

indian idol singer farmani naaz

fatwa issued against farmani

farmani naaz har har sambhu

farmani naaz news

har har shambhu farmani naaz

farmani

farmani naaz indian idol


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর