img

Follow us on

Monday, May 20, 2024

Kapil Sibbal Dumps Cong: কংগ্রেসে ভাঙন,দল ছাড়লেন কপিল সিবাল

নির্দল কপিল সিবালের 'সমাজবাদী' মনোনয়ন (চিত্রঃ ট্যুইটার)

  2022-05-26 20:16:42

ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত কংগ্রেস। আর ঠিক সেই সময়েই ঘর ভাঙছে কংগ্রেসের। গত দু'মাসে তিন রথী মহারথী দল ছাড়লেন। শেষ সংযোজন কপিল সিব্বল। ৩০ বছরের গাঁটছড়া কাটলেন এই বিশিষ্ট আইনজীবী কপিল। গত বুধবার সমাজবাদী পার্টির সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে রাজ্য সভায় মনোনয়ন দিলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কপিল সিব্বল জানান, দিন পনের আগেই  তিনি পদত্যাগ করেছিলেন কংগ্রেস থেকে। সৌহার্দ্যপূর্ণ বিদায়। কংগ্রেসের পক্ষ থেকেও কোন কঠোর মন্তব্য করা হয়নি কপিল বিদায়ে।

অনেকদিন থেকেই কংগ্রেসের ভিতরে পরিবারতন্ত্রের বিরুদ্ধে জোটের অন্যতম মুখ ছিলেন কপিল সিব্বল। কপিল সিব্বলকে নিয়ে পালটা সমালোচনাও ছিল কংগ্রেসের ভিতরে। তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্নীতিগ্রস্থ নেতার জামিন করাতে সুপ্রিম কোর্টে সরব হতে দেখা গেছে কপিলকে। তখন প্রশ্ন উঠছিল রাজ্যে কংগ্রেস খতম করতে উদ্যত তৃণমূলকে বাঁচাতে বারংবার কপিল সিব্বল কেন? তখন উত্তর মিলেছিল পেশাগত বাধ্যবাধকতা।

এখন দল ছেড়ে নির্দল। নিজের আইনজীবী পেশায় আরও বেশি সময় দিতে পারবেন কপিল সিব্বল। কিন্তু গত দুমাসে প্রথমে, একদা কংগ্রেসের কৃষিমন্ত্রী বলরাম ঝাখরের পুত্র সুনীল ঝাখর, তারপর গুজরাটের পতিদার আন্দোলনের  যুব মুখ হার্দিক প্যাটেলের পর ৩০ বছরের বিশ্বাসী সৈনিক কপিল সিব্বল। ২৪-এর লোকসভার আগে, ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত কংগ্রেস দলের এই ভাঙন আর ক্ষত কিভাবে সারায় সেটাই কোটি টাকার প্রশ্ন। 


Kapil SIbal, Congress, Bharat Jodo Yatra, Dump, Lawyer MP, Dinesty Politics, TMC, Supreme Court, Rajya Sabha Member, Nomination, SP, Sunil Jhakhar, Hardik Patel, Patidar Movement 

Tags:

tmc

Supreme court

Rajya Sabha Member

Hardik patel

Bharat Jodo Yatra

kapil sibal

Dump

Lawyer MP

Dinesty Politics

Nomination

SP

Sunil Jhakhar

Patidar Movement


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর