img

Follow us on

Sunday, Apr 28, 2024

Interview Preparation Tips: ইন্টারভিউ-এর প্রস্তুতির জন্য, জানুন সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি

ইন্টারভিউ প্রস্তুতিকে সর্বাঙ্গ সুন্দর করে, চাকরি নিশ্চিত করার এই উপায়গুলি জানুন

img

প্রতীকী ছবি

  2022-12-03 19:08:51

মাধ্যম নিউজ ডেস্ক: একটি ইন্টারভিউ-এর প্রস্তুতির (Interview Preparation Tips) জন্য প্রথমেই সংস্থার পণ্য এবং মিশন সম্পর্কে আপনাকে জানতে হবে এবং কেন আপনি এই কাজের জন্য উপযুক্ত সেটাও বোঝাতে হবে কোম্পানিকে। আপনার ইন্টারভিউ প্রস্তুতিকে সর্বাঙ্গ সুন্দর করে, চাকরি নিশ্চিত করার এই উপায়গুলি জানুন।

১) সংস্থার বিষয়ে খোঁজখবর নিন

সংস্থা সম্পর্কে যতটা পারেন খোঁজখবর নিন। সংস্থার কর্মীদের খুঁজে পেতে আপনার নেটওয়ার্কের লোকেদের সঙ্গে কথা বলুন। Google-এ কিছু সময় ব্যয় করুন৷ প্রায়শই, চাকরিপ্রার্থীরা কেবলমাত্র সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে দেখে, কিন্তু অন্যরা কী বলছে সেটা জানাও জরুরি। একাধিক উপায়ে সংস্থার সম্পর্কে তথ্য জোগাড় করতে হবে।

২) আপনি সংস্থার জন্য কী করতে পারেন ,সেটা ভেবে রাখুন

আপনাকে জানতে হবে সংস্থা কী খুঁজছে। বেশিরভাগ সংস্থাই একজন আবেদনকারীর কাছে ঠিক কী চায় তা তারা বিজ্ঞপ্তিতে বলে দেয়। সুতরাং আপনি আবেদন করার আগে যে বিজ্ঞপ্তি দেখেছিলেন সেখানে ফিরে যান। কী দক্ষতা এবং অভিজ্ঞতা সংস্থা চাইছে সেটা দেখুন। কীভাবে সমস্যা সমাধান করতে হবে, এই জিনিসগুলিও ভেবে রাখুন ইন্টারভিউ-এর আগে (Interview Preparation Tips)।

৩) সম্ভব হলে সংস্থার পণ্য বা পরিষেবা ব্যবহার করে দেখুন

আপনি যে কোম্পানির ইন্টারভিউ (Interview Preparation Tips) দেবেন, সম্ভব হলে ওই সংস্থার যেকোনও পণ্য  ব্যবহার করে দেখুন বেশ কয়েকবার। নিজে একজন ব্যবহারকারী হলে এটি নিয়োগকারী ম্যানেজারকে বোঝাতে সাহায্য করবে যে আপনি সংস্থার পণ্য বা পরিষেবা সম্পর্কে জানেন।

৪) সম্ভব হলে ইন্টারভিউ কর্তাদের সম্পর্কে জানুন

 আপনি কার সঙ্গে দেখা করবেন তা যদি আপনাকে বলা না হয়, নিজে থেকে জানার চেষ্টা করুন। প্রতিটি ইন্টারভিউয়ারের (Interview Preparation Tips) জন্য, কোম্পানিতে তাদের ভূমিকা কী তা জানুন। তাদের আগ্রহ কী কী বিষয়ে রয়েছে, তা জানার চেষ্টা করুন।

৫) আপনি কোন ধরনের ইন্টারভিউয়ের জন্য যাচ্ছেন তা খুঁজে বের করুন—এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিন

বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ইন্টারভিউ (Interview Preparation Tips) নেয়, তাই এটা জানা দরকার আপনি কোন ধরনের ইন্টারভিউ-এর মুখোমুখি হবেন। সেই অনুযায়ী প্রস্তুতি নিন।

৬) নিজের যোগ্যতা বিষয়ে জানুন

 আপনার ব্যবস্থাপনা ক্ষমতা, আপনার সৃজনশীলতাই বা কেমন? নিজের খুঁটিনাটি এই বিষয়গুলি জানুন। ভাবুন কী আপনাকে সবচেয়ে যোগ্য করে তোলে।

৭) নিয়োগকর্তাকে নিজের সম্পর্কে বলার জন্য প্রস্তুত থাকুন

প্রতিটি ইন্টারভিউ-তে (Interview Preparation Tips) , "আপনি নিজের সম্পর্কে বলুন" এই একটি প্রশ্ন থাকবেই। উত্তরটি অবশ্যই চাকরির সঙ্গে সম্পর্কিত হতে হবে। কথোপকথন শুরু করার সময় নিয়োগকর্তারা প্রায় সবসময় এই প্রশ্নটি বা অনুরূপ প্রশ্ন জিজ্ঞাসা করেন।

৮)  কেন আপনি এই সংস্থায় আগ্রহী, এই উত্তরটিও তৈরি করুন

সম্ভবত আপনাকে জিজ্ঞাসা করা হবে কেন আপনি এই কোম্পানিতে আগ্রহী। তাই কীভাবে সবথেকে ভাল উত্তর দিতে পারবেন, তা নিশ্চিত করতে, চাকরি এবং সংস্থা সম্পর্কে কয়েকটি প্রধান বিষয় অধ্যয়ন করুন। 

৯) সংশ্লিষ্ট পদের বেতন কত হবে,তা আগেই জেনে নিন

 আপনি বেতনের বিষয়ে কথোপকথনে প্রস্তুত না হলেও, আপনার কত টাকা বেতন দরকার তা  জিজ্ঞাসা করা হতে পারে। আপনি কীভাবে উত্তর দেবেন তা নির্ধারণ করতে সংশ্লিষ্ট পদের বেতন কত হতে পারে তা জেনে নিন আগেই।

১০) কিছু ব্যবহারিক প্রশ্ন থাকবেই

 কিছু ব্যবহারিক প্রশ্ন থাকবে। আপনি কীভাবে নির্দিষ্ট পরিস্থিতিতে কাজ করবেন ইত্যাদি ধরনের প্রশ্ন। আপনি আপনার অতীতের কাজের অভিজ্ঞতা সম্পর্কে কয়েকটি গল্প প্রস্তুত করতে পারেন, যা আপনি প্রয়োজন অনুসারে বলতে পারবেন।

১৩) নিয়োগকর্তাদের মন পড়ার চেষ্টা করুন

আগ্রহ সহকারে শোনা, সাধারণ কথাবার্তা  এই দক্ষতাগুলির দ্বারা আপনি সহজেই নিয়োগকর্তাদের (Interview Preparation Tips) প্রভাবিত করতে পারেন।

১৪) ইন্টারভিউ-এর সাধারণ প্রশ্নগুলির জন্য আপনার উত্তরগুলি অনুশীলন করুন—কিন্তু মুখস্থ করবেন না

আপনি সাধারণ ইন্টারভিউ (Interview Preparation Tips) প্রশ্নগুলির সঙ্গে নিজেকে পরিচিত করতে পারেন এবং তা করা উচিত। কিন্তু সম্পূর্ণ উত্তর লিখে প্রস্তুতি নেবেন না। পরিবর্তে, কয়েকটি নোট বা পয়েন্ট লিখুন এবং ইন্টারভিউয়ের জন্য সেগুলি হাতে রাখুন। আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করুন।

১৫) শরীরের ভাষা সম্পর্কে সচেতন হন

আপনার গতিবিধি কেমন হবে, আগে থেকেই চিন্তা করুন যাতে আপনি ইন্টারভিউ (Interview Preparation Tips) চলাকালীন বিভ্রান্ত না হন। আপনি যদি ভিডিওতে থাকেন, তাহলে ভাবুন যে আপনি কীভাবে নিজেকে উপস্থাপন করবেন।

১৬) কিছু মক ইন্টারভিউ অভ্যাস করুন 

আপনার যদি সময় থাকে তবে বন্ধু বা প্রিয়জনের সঙ্গে কয়েকটি মক ইন্টারভিউ (Interview Preparation Tips) দিন। এতে আপনি আরও ভাল তৈরি হবেন।

১৭) আপনি তাদের জিজ্ঞাসা করবেন এমন প্রশ্নগুলি লিখুন বাড়িতে 

বেশিরভাগ নিয়োগকর্তা (Interview Preparation Tips) "আমার জন্য আপনার কোনও প্রশ্ন আছে?" এই প্রশ্ন দিয়ে শেষ করেন।  আপনার অবশ্যই কিছু প্রশ্ন থাকা উচিত। আপনি প্রশ্নগুলির একটি তালিকা তৈরি করতে পারেন বাড়িতে।

আরও পড়ুন: ভালো কেরিয়ার গড়তে ১০টি স্বল্পমেয়াদি কোর্স সম্পর্কে জানুন

১৮) উপযুক্ত এবং পেশাদার চেহারা

ছোট জিনিস ভুলে যাবেন না। নিশ্চিত করুন যে আপনার পোশাক পরিষ্কার আছে। ইস্ত্রি করা হয়েছে। আপনার জুতা চকচকে থাকতে হবে, আপনার আঙ্গুলের নখ ঝরঝরে হতে হবে। দাড়ি রাখা চলবে না। নিজের সম্পর্কে ভাল বোধ  আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে— মনে রাখবেন আত্মবিশ্বাসই চাকরিতে পৌঁছানোর মূল চাবিকাঠি।

১৯) আপনার বায়োডাটা সঙ্গে রাখুন 

আপনার বায়োডাটা নিয়োগকর্তারা (Interview Preparation Tips) চাইবেন। সুন্দরভাবে এটি তৈরি করুন।

২০) অনলাইনের ক্ষেত্রে কম্পিউটার বা ফোন ঠিকঠাক আছে কিনা দেখে নিন

আপনি যদি কম্পিউটার বা ফোনের মাধ্যমে আপনার ইন্টারভিউ (Interview Preparation Tips) দেন, তাহলে আগেই নিশ্চিত করুন যে সমস্ত প্রয়োজনীয় হার্ডওয়্যার, সফ্টওয়্যার এবং নেটওয়ার্ক  ঠিকঠাক কাজ করছে কি না।

২১) আগের দিন রাতে ভাল ঘুম খুব জরুরি

ইন্টারভিউ-এর (Interview Preparation Tips) আগেরদিন রাতের পর্যাপ্ত ঘুম আপনাকে চনমনে রাখবে। 

২২) ইন্টারভিউ-এর সময় স্নায়ু শান্ত রাখুন

 আপনি নিজেকে শান্ত রাখুন। প্রয়োজনে যোগাভ্যাস করুন। ইন্টারভিউ-এর (Interview Preparation Tips) আগে ভাল গান শুনুন। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Interview Preparation Tips


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর