img

Follow us on

Friday, May 10, 2024

SSC CGL 2022: সিজিএলের বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন, জানুন বিস্তারিত

গ্রুপ বি এবং সি ক্যাটেগরিতে ২০,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

img

এসএসসি সিজিএল ২০২২

  2022-09-22 17:16:09

মাধ্যম নিউজ ডেস্ক: কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার নোটিফিকেশন জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন। গ্রুপ বি এবং সি ক্যাটেগরিতে ২০,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন মন্ত্রকের অধীনে নিয়োগ করা হবে। ssc.nic.in - এই ওয়বসাইটে গিয়ে সহজেই আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। আবেদনের শেষ তারিখ ৮ অক্টোবর। কিন্তু প্রার্থীরা অনলাইন মোডে ৯ অক্টোবর এবং ই-চালান মোডে ১০ অক্টোবর অবধি আবেদন ফি জমা দিতে পারবেন। 

আরও পড়ুন: ৫০০৮ শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসবিআই, জানুন বিস্তারিত

এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন 

  • আবেদন শুরু হয়েছে ১৭ সেপ্টেম্বর।
  • আবেদনের শেষ তারিখ ৮ অক্টোবর। 
  • ১০ তারিখ অবধি টাকা জমা দেওয়া যাবে। 
  • আবেদন পত্রে কোনও ভুল-ত্রুটি থাকলে, তা ১২-১৩ অক্টোবরের মধ্যে ঠিক করে নিতে হবে।
  • ডিসেম্বরে নেওয়া হবে টিয়ার ১- এর পরীক্ষা।
  • প্রায় ২০,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ঠিক কত শূন্যপদ তা এখনও জানা যায়নি। 
  • ssc.nic.in - এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 
  • আবেদনকারীকে এই পরীক্ষায় বসার জন্যে গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া যোগ্যতা সম্পর্কে বিশদে জানতে ওয়েবসাইটে যান। 
  • আবেদন করতে প্রার্থীকে ১০০ টাকা ফি জমা দিতে হবে। এসটি, এসসি, প্রাক্তন সরকারি কর্মী, বিশেষভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।  

আরও পড়ুন: আবহাওয়া দফতরে ১৬৫ শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ৭৮,০০০ টাকা

কী  করে আবেদন করবেন? 

  • প্রথমে ssc.nic.in - এই অফিশিয়াল ওয়েব সাইটে যান।
  • লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • যারা প্রথম বার আবেদন করছেন তাদের রেজিস্ট্রেশন করতে হবে।
  • "Combined Graduate Level Examination, 2022"- এই ট্যাবে গিয়ে 'Apply'- এ ক্লিক করুন। 
  • নির্দেশিকা ভালো করে পড়ে আবেদন পত্রটি ফিলআপ করুন।
  • আবেদন ফি জমা দিয়ে সাবমিট করে দিন।
  • ভবিষ্যতের জন্যে আবেদনপত্রটি ডাউনলোড করে রাখুন।  

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Tags:

job

Vacancy

Notification

SSC CGL 2022


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর