img

Follow us on

Tuesday, May 14, 2024

SBI: স্টেট ব্যাঙ্কে ৮৫৯ জন অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বেতন কত জানেন?  

১২০ নম্বরের অনলাইন পরীক্ষায় অবজেক্টিভ ধরনের প্রশ্ন থাকবে‌...

img

প্রতীকী ছবি।

  2022-10-29 12:35:40

মাধ্যম নিউজ ডেস্ক: ৮৫৯ জন অফিসার নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)। আবেদনের শেষ তারিখ হল ৭ নভেম্বর ২০২২ । ৩০/০৯/২০২২ তারিখে বয়স হতে হবে ২১ থেকে ৩০ এর মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের জন্য নির্দিষ্ট ছাড় পাবেন। বেতনক্রম: ₹৩৬,০০০- ₹৬৩,৮৪০। অনলাইন দরখাস্ত করতে হবে: https://bank.sbi/careers এই ওয়েবসাইটে গিয়ে। প্রার্থী বাছাই হবে লিখিত অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। ১২০ নম্বরের অনলাইন পরীক্ষায় অবজেক্টিভ ধরনের এমসিকিউ প্রশ্ন থাকবে‌।
 
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই স্নাতক (Graduate) হতে হবে। এর পাশাপাশি যে কোন গ্রামীণ ব্যাঙ্কে বা যে কোন সিডিউলড ব্যাঙ্কে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পরীক্ষার বিষয়গুলি হল - ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ব্যাঙ্কিং নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস/ ইকোনমি এবং কম্পিউটার অ্যাপটিটিউড। এর সঙ্গে থাকবে ডেস্ক্রিপটিভ টেস্ট যা হবে ৫০ নম্বরের। ডেসক্রিপটিভ টেস্টে ইংরেজিতে লেটার ও এসে (প্রবন্ধ) রাইটিং থাকবে‌। নেগেটিভ মার্কিং নেই। 

পরীক্ষার সম্ভাব্য তারিখ ৪ ডিসেম্বর। পশ্চিমবঙ্গ সার্কেলের জন্য পরীক্ষাকেন্দ্র গুলি হবে হুগলি, কল্যাণী এবং কলকাতা। ফি বাবদ অনলাইনে জমা দিতে হবে ৭৫০ টাকা‌। সংরক্ষিত প্রার্থীদের জন্য ফিসে ছাড় পাওয়া যাবে। এই সংক্রান্ত যাবতীয়  তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট ফলো করুন।
নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে দেশের বেশ কিছু সার্কেলে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, আসাম, অরুণাচল প্রদেশ ,মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। প্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষা জানতে হবে। যে সার্কেল থেকে তিনি আবেদন করবেন, সেই সার্কেলের ভাষা। যেমন কলকাতা ও উত্তর পূর্বাঞ্চলের সার্কেলের শূন্য পদে যাঁরা আবেদন করবেন, তাঁদের বাংলা জানতে হবে। ভোপাল ও জয়পুরের ক্ষেত্রে হিন্দি জানতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো CRPD/CBO/2022-23/22.

 মোট শূন্য পদ 

১. সার্কেল কলকাতা (পশ্চিমবঙ্গ সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ): মোট শূন্য পদ ১৭৫ টি , যার মধ্যে সাধারণ ৭২, তফশিলি জাতি ২৬ তফশিলি উপজাতি ১৩, ওবিসি ৪৭, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য ১৭টি। এর মধ্যে দুটি করে শূন্য পদ শ্রবণ, দৃষ্টি ও ভালো মতো হাঁটতে পারেন না  এমন প্রতিবন্ধীদের জন্য। এবং একটি শূন্যপদ একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীদের জন্য সংরক্ষিত। 

২. সার্কেল ভোপাল
(মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়): মোট শূন্যপদ ১৮৩ টি যার মধ্যে রয়েছে। সাধারণ ৭২, তফশিলি জাতি ২৬ তফশিলি উপজাতি ১৩ ,ওবিসি ৫৫, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য ১৭ টি ,এর মধ্যে ২টি শূন্য পদ আছে দৃষ্টি সংক্রান্ত এবং যারা হাঁটতে পারেন না ভালো মতো তাঁদের জন্য। ৩টি শূন্য পদ আছে শ্রবণ সংক্রান্ত এবং একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীদের জন্য।

৩. সার্কেল জয়পুর 
( রাজস্থান): মোট শূন্যপদ ২০১ টি। সাধারণ ৮১, তফশিলি জাতি ৩০, তফশিলি উপজাতি ১৫, ওবিসি ৫৫, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য ২০টি। যাঁরা ভালোমতো হাঁটতে পারেন না তাঁদের জন্য সংরক্ষিত আছে ২টি শূন্য পদ। ৩টি শূন্য পদ রয়েছে দৃষ্টি, শ্রবণ সংক্রান্ত এবং একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীদের জন্য।

আরও পড়ুন: এটি আর্থিক তছরুপের সহজ পন্থা, ফের ডিয়ার লটারি নিয়ে সরব শুভেন্দু

৪. সার্কেল উত্তর পূর্বাঞ্চল (আসাম ,অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা): মোট শূন্য পদ ৩০০টি, সাধারণ ১২২, তফশিলি জাতি ৪৫, তফশিলি উপজাতি ২২, ওবিসি ৮১, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য রয়েছে ৩০টি। এর মধ্যে ৩টি শূন্যপদ, দৃষ্টি, শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী এবং যাঁরা ভাল রকম হাঁটাচলা করতে পারেন না তাঁদের জন্য।

 

 

Tags:

Bengali news

SBI

sbi recruitment

employment news


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর