Saudi Arabia: অত্যাধুনিক শহর বানাচ্ছে সৌদি আরব, থাকবে উড়ন্ত ট্যাক্সি!

ভবিষ্যতের জন্যে এক অত্যাধুনিক শহর (Futuristic City) বানাচ্ছে সৌদি আরব (Saudi Arabia)। শহরটির নাম দেওয়া হয়েছে 'নিওম' (NEOM)। প্রায় দশ কোটি মানুষের বাস হবে সেখানে। শহরটিতে সৌদি আরবের মানুষের পাশাপাশিই বাস করবেন বিদেশিরাও।

৩৪ বর্গ কিলোমিটার বিস্তৃত হবে সেই শহর। স্বনিয়ন্ত্রিত হবে সেই শহরের জলবায়ু। সূর্য, বায়ু থেকে নেওয়া হবে শক্তি।

বহু অত্যাধুনিক স্থাপত্য তৈরি করা হবে এই শহরে। সৌদি আরবের রাজপুত্র মহম্মদ বিন সালমান জানিয়েছেন, শহরে কোনও গাড়ি থাকবে না। তার বদলে থাকবে অন্য যোগাযোগ ব্যবস্থা।

শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জুড়তে থাকবে উড়ন্ত ট্যাক্সি, কেন্দ্রীয় রেলের ব্যবস্থা। প্রতিটি বাড়ি থেকে খুব কম দূরত্বে থাকবে লাইফস্টাইল সেন্টার।

শহরটির প্রথম পর্যায়ের কাজ শেষ হবে ২০৩০ সালে। খরচ করা হবে ৩০ হাজার কোটি টাকারও বেশি।

প্রাচুর্য এবং শহুরে জীবনযাত্রার মেলবন্ধন হবে এই নিওম শহর।
Tags: