Shivamogga Airport: কর্নাটককে মোদির উপহার ঝাঁ চকচকে শিবমোগা বিমানবন্দর, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কর্নাটক সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়েই সোমবার প্রথমে বেলা সাড়ে ১২ টা নাগাদ বহু প্রতীক্ষিত শিবমোগা বিমানবন্দর উদ্বোধন করলেন। এটি নির্মাণে খরচ হয়েছে ৪৫০ কোটি টাকা। শিবমোগা ও মালনাদ অঞ্চলের সঙ্গে প্রতিবেশী এলাকার যোগাযোগ বাড়াতেই এই বিমানবন্দর তৈরি করা হয়েছে। এছাড়াও তিনি সোমবার একটি রেললাইন, একটি রেলওয়ে কোচিং ডিপো-সহ রাজ্যের জন্য বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।

পদ্মফুলের মত অসাধারণ দেখতে এই বিমানবন্দরটি ৬৬৬.৩৮ একর জমির ওপর তৈরি করা হয়েছে। এই জায়গায় রানওয়ে, টার্মিনাল বিল্ডিং, এটিসি টাওয়ার, ফায়ার স্টেশন বিল্ডিং ছাড়াও অ্যাপ্রোচ রোড, ট্যাক্সিওয়ে, কম্পাউন্ড ওয়াল রয়েছে।

শিবমোগা জেলায় তৈরি এই বিমানবন্দরটি UDAN প্রকল্পের অধীনে নির্মাণ করা হয়েছে।

এই বিমানবন্দরটির ফলে শিবমোগা সহ মানল্যান্ড অঞ্চলের আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগ দৃঢ় হবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী।

শিবমোগা বিমানবন্দর হবে কর্নাটকের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। বেঙ্গালুরু বিমানবন্দরের পরেই এর স্থান। এই বিমানবন্দরে রানওয়ের দৈর্ঘ্য ৩২০০ মিটার। এটি অত্যাধুনিক একটি বিমানবন্দর।
